জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিসেম্বরেই শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছ থেকে নিমন্ত্রণ পেয়ে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির থাকছেন বলিউডের ভাইজান সলমান খান। তবে আসছেন না অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। উপস্থিত থাকবেন জয়া বচ্চন। অন্যদিকে, ৪ বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Tanjin Tisha: ফারহানের সঙ্গে অশান্তিই কারণ? আত্মহত্যার চেষ্টা তানজিন তিশার!


বাংলা প্যানোরমা প্রতিযোগীতার সেকশনে এবার জায়গা করে নিয়েছে ৭টি বাংলা ছবি। একগুচ্ছ নতুন পরিচালকের ছবি এই সেকশনের অংশ। মন পতঙ্গ, বনবিবি, বিজয়ার পড়ে, আবার আসিবো আগুন, মাতৃপক্ষ, অনাথ এই ছবিগুলো দেখানো হবে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের দুটি ছবি 'মাতৃপক্ষ' ও 'বিজয়ার পড়ে' রয়েছে এই তালিকায়।পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির জন্য এ বছরটা বেশ ভালই কেটেছে। 'কালকক্ষ' ছবির জন্য সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার জেতার পর তাঁদের নতুন ছবি 'মন পতঙ্গ'র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে 29তম কেআইএফএফ-এ বাংলা প্যানোরামা বিভাগে। এরপর পরিচালক অভিজিত্ শ্রীদাসের 'বিজোয়ার পড়ে', যেখানে অভিনয় করেছেন মমতা শঙ্কর, দীপঙ্কর দে, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি প্রমুখ। দুর্গাপুজোর সময় প্রেম, পারিবারিক বন্ধন, পুনর্মিলনের এক মর্মস্পর্শী কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ছবি।


মজার বিষয় হল, এ বছর বাংলা প্যানোরামা বিভাগে যে সাতটি ছবি প্রতিদ্বন্দ্বিতা করবে, তার মধ্যে দু'টি স্বস্তিকার। নবাগত রাজেশ রায়ের পরিচালনায় তাঁর ছবি 'মাতৃপক্ষ'ও দুর্গাপুজোর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লিখেছেন, কেন তিনি নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে থাকেন। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ৭টি বাংলা ছবি রয়েছে, সবগুলিই প্রথম বার এবং নতুন পরিচালকদের দ্বারা পরিচালিত। বছরের পর বছর ধরে মানুষ আমাকে প্রশ্ন করেছে, 'কেন আমি সব সময় নতুনদের সঙ্গে কাজ করা বেছে নিই? হ্যাঁ, অনেক বাধা আছে, অনেক পরিশ্রম আছে আর তারপরই এমন চমকপ্রদ ফলাফল! ৭টি চলচ্চিত্রের মধ্যে ২টি আমার, প্রথম বারের পরিচালকদের দ্বারা পরিচালিত।' 


২৯তম কেআইএফএফ অভিনেত্রী পার্নো মিত্রর জন্যও সুখবর নিয়ে এসেছে। তার ছবি 'বনবিবি'ও প্রতিযোগিতামূলক বিভাগের অংশ। রাজদীপ ঘোষ পরিচালিত এই ছবিতে তিনি একজন বিধবার চরিত্রে অভিনয় করেছেন, যার স্বামী সুন্দরবনে বাঘের হাতে মারা গেছে। তরুণ পরিচালক অমর্ত্য সিনহার ছবি 'অসমপূর্ণ'ও এই তালিকায় জায়গা করে নিয়েছে। তারপর, দেবপ্রতিম দাশগুপ্তের 'আবার আসিবো আগুনে', আনিসুলের 'আওনাথ'। 



আরও পড়ুন, Ankita Lokhande: বিগ বস-এর ঘরেই সুখবর, মা হতে চলেছেন সুশান্তের প্রাক্তন?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)