নিজস্ব প্রতিবেদন: সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'গুমনামী' নিয়ে বিতর্ক তুঙ্গে। এরই মাছে ছবিটির মুক্তির স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন ফরওয়ার্ড ব্লক নেতা দেবব্রত রায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফরওয়ার্ড ব্লক দেবব্রত রায়ের দাবি, গুমনামী নাম নিয়ে সিনেমা হচ্ছে, অথচ নেতাজির অন্তর্ধান নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গুমনামী বাবাই যে নেতাজি সেটা মুখার্জি কমিশনও বলেনি। ভারত সরকার যে প্রমাণ দিতে পারেনি, সেখানে কোনও মানুষকে অপমান করার অধিকার কারোর নেই। কারণ, নেতাজিকে নিয়ে গোটা ভারতবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। গুমনামী বাবার কোনও ছবি কখনও প্রকাশ্যে আসেনি। তাহলে পরিচালক বলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কীভাবে এই সিনেমা বানালেন? এমনটাই প্রশ্ন তোলেন দেবব্রত রায়। 


আরও পড়ুন-'মন্নত'এর গণেশ পুজোর ছবি পোস্ট করলেন শাহরুখ


দেবব্রত রায়ের আরও দাবি মণীষীদের নিয়ে তথ্য বিকৃত করা যায়না। তাঁর আবেদন সেন্সর বোর্ড 'গুমনামী' ছবিটি মুক্তির অনুমতি তুলে নিক। শুক্রবার 'গুমনামী' নিয়ে দেবব্রত রায়ের করা এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতি টিবি রাধাকৃষ্ণণের ঘরে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী শুক্রবার।