ওয়েব ডেস্ক: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান অভিনীত ছবি ‘দঙ্গল’ মুক্তি পেয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। তারপরে মুক্তি পেয়ে গিয়েছে বলিউডে আরও দুটি হাই ভোল্টেজ ছবি। কিন্তু ‘দঙ্গল’-এর দর্শক সংখ্যায় তার কোনও প্রভাবই পড়েনি। বরং আরও বেড়ে চলেছে এই ছবির দর্শক সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগেই জানা গিয়েছিল যে, ‘দঙ্গল’ বক্স অফিসে সব ছবির রেকর্ড ভেঙে ফেলেছে। এমনকী আমির খানের নিজেরই অভিনীত ছবি ‘পিকে’-কেও ব্যবসায় পিছনে ফেলে দিয়েছে। আবার একটা নতুন রেকর্ড করল এই ছবি। সিনেমা সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ সম্প্রতি একটি টুইট করে জানিয়েছেন যে, ৬ সপ্তাহ পরে কত কোটি টাকার ব্যবসা করল ‘দঙ্গল’। দেখে নিন সেই টুইট।