Aamir Khan, Kiara Advani, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : সময়টা বিশেষ ভালো যাচ্ছে না আমির খানের। দীর্ঘ ৪ বছর পর মুক্তি পেয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে লাল সিং চাড্ডা। ছবির খরচও তুলতে পারেনি সিনেমাটি। এরই মাঝে সম্প্রতি সামনে এসেছে তাঁর নয়া বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনও এবার বিতর্কের মুখে। আমিরের বিরুদ্ধে অভিযোগ যে, এই বিজ্ঞাপনে তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন। মঙ্গলবারই এই বিজ্ঞাপন নিয়ে তুমুল শোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বুধবার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে প্রথমবার জুটি বেঁধেছেন আমির খান ও কিয়ারা আডবাণী। যেখানে আমির-কিয়ারাকে দেখা যাচ্ছে নব দম্পতির ভূমিকায়। আর সেই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই শুরু বিতর্ক। যে বিজ্ঞাপনে সমাজকে বদলে নতুন কিছু করার কথা বলে হয়েছে। আর তাতেই আপত্তি তুলেছেন অনেকে। বিজ্ঞাপনটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ নেটিজেনদের একাংশের। সম্প্রতি ব্যাঙ্কিং সংস্থার এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন 'কাশ্মীরি ফাইলস' খ্যত পরিচালক বিবেক অগ্নিহোত্রী।


আরও পড়ুন: Sudipa Chatterjee: ‘শুধু শো অফ / নৈতিক শিক্ষার অভাব’ শাড়ি-গয়নার পোস্ট করে কটাক্ষে জেরবার সুদীপা


কী দেখানো হয়েছে এই বিজ্ঞাপনে?


ভিডিয়োতে দেখা যাচ্ছে, 'বিদাই' হওয়ার পর নতুন বউ কিয়ারাকে নিয়ে বাড়ি ফিরছেন আমির খান। আমিরকে বলতে শোনা গেল, 'এই প্রথম দেখালাম, বিদাই হয়ে গেল অথচ নতুন বউ কাঁদছে না।' তখন কিয়ারা উত্তরে বলেন, 'তুমিও তো কাঁদছ না।' পরের দৃশ্যেই বাড়ি পৌঁছে নতুন বউকে আমির বলেন, 'এই ঘরে প্রথম পদক্ষেপ কে রাখবে?' কিয়ারার পাল্টা প্রশ্ন, 'এই ঘরে নতুন কে?', আমিরের উত্তর, 'আমিই তো নতুন। মানে..' ঠিক তখনই কিয়ারা হাতের ইশারায় আমিরকে ঘরে পা রাখতে বলেন। আমিরও সেই মতো পা রাখেন। অপরদিক থেকে বিজ্ঞাপনে কিয়ারার মাকে বলতে শোনা গেল, 'নতুন জামাইকে স্বাগত।' কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান, 'এতবড় পদক্ষেপ করার জন্য।' অপরদিকে তখন হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় আরও এক প্রবীণ ব্যক্তিকে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে আমির খানের ভয়েস ওভারে শোনা যায়, 'দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? আর সেকারণেই ব্যাঙ্কিং সেক্টরের সমস্ত প্রথা নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।'


আরও পড়ুন: Sajid Khan-Bigg Boss 16: সাজিদ খানের বিরুদ্ধে মন্ত্রীকে চিঠি, ধর্ষণের হুমকি দিল্লি মহিলা কমিশনের প্রধানকে


বিজ্ঞাপনের এই ভিডিয়োটি ট্যুইটারে পোস্ট করে এবি স্মল ফিনান্স ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তোপ দাগতে এবং বিজ্ঞাপন নির্মাতাদের মূর্খ বলতেও ছাড়লেন না বিবেক অগ্নিহোত্রী। তিনি লিখেছেন, 'আমি ঠিক বুঝতে পারলাম না, ব্যাঙ্ক কবে থেকে সমাজ এবং ধর্মীয় প্রথাকে বদলানোর দায়িত্ব নিল? আমার মনে হয় কিছু করতে হলে ব্যাঙ্কিং ব্যবস্থায় যে দূর্নীতি রয়েছে তা দূর করা উচিত। এধরনের ভুলভাল কথা বলেন, আর তারপর বলবেন হিন্দুরা ট্রোল করছে। মূর্খ।'



বুধবার নরোত্তম মিশ্র বলেন, ‘অভিযোগ পেয়ে আমি বিজ্ঞাপনটা দেখলাম। আমি আমিরকে অনুরোধ করব ভারতীয় সংস্কৃতি ও প্রথার কথা মাথায় রেখে ওঁর কাজ করা উচিত। আমার এটা ঠিক মনে হয়নি। এধরনের কাজে কিছু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। আমার মনে হয় কারোর ভাবাবেগে আঘাত করার অধিকার আমিরের নেই।’


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)