Digital News Media: বিগ টেক কোম্পানিগুলি অনলাইন মিডিয়া হাউজগুলিকে পর্যাপ্ত পরিমাণে টাকা না দিয়েই তাদের তৈরি সামগ্রী থেকে তারা যথেষ্ট আয় অর্জন করে চলেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ডিজিটাল নিউজ মিডিয়া নিয়ে একটি বক্তব্য রাখেন। সেখানে ডিজিটাল নিউজ বিজনেসের উপর গুগল ও মেটা-র মতো বিগ টেক কোম্পানিগুলি যে মনোপলি চালাচ্ছে, তার উল্লেখ করেছেন তিনি। এই পরিস্থিতিতে গণতন্ত্রের স্বার্থে অনলাইন সংবাদমাধ্যমকে রক্ষায় নীতি নির্ধারণের উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি।
বিগ টেক কোম্পানিগুলি ডিজিটাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী অবস্থান উপভোগ করেছে। অনলাইন মিডিয়া হাউজগুলিকে পর্যাপ্ত পরিমাণে টাকা না দিয়েই তাদের তৈরি সামগ্রী থেকে তারা যথেষ্ট আয় অর্জন করে চলেছে। যেখানে দাঁড়িয়ে ভারতীয় ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মগুলি একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্য়ে রয়েছে। দীর্ঘদিনের অভিযোগ, টেক জায়ান্টগুলি "হয় নিন অথবা ছেড়ে দিন" মনোভাব নিয়ে চলে। কোনওরকম কোনও আলোচনায় আসতে চায় না। ফলে অনেক সময়ই ডিজিটাল নিউজ মিডিয়াগুলির কাছে এই টেক জায়ান্ট সংস্থাগুলির দ্বারা নির্ধারিত শর্তাবলী মেনে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প খোলা থাকে না।
এখন সাম্প্রতিক বছরগুলিতে অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বিগ টেক সংস্থাগুলির ডিজিটাল অনুশীলনের বিরুদ্ধে লড়াই জোরদার হয়েছে। ভারতের সিসিআই-ও এই নিয়ে সমীক্ষা শুরু করেছে। যদিও বিস্তৃত প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, বিগত দেড় বছরে ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা নিয়ে বার বারই জোরালো আওয়াজ উঠেছে। অনলাইন নিউজের বিশ্বাসযোগ্যতা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে, সেই বিষয়ে নজর দেওয়ার কথাও বলেছেন অশ্বিনী বৈষ্ণব।
এখানে উল্লেখ্য, টেক জায়ান্টদের দ্বারা নিয়ন্ত্রিত সার্চ ইঞ্জিনগুলির ভূমিকা। যেখানে অনেক সময়ই দেখা যাচ্ছে যে, বিভ্রান্তিকর খবরগুলি আগে জায়গা করে নিচ্ছে। স্বাভাবিকভাবেই যা উদ্বেগের ও ভাবনার। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও সংবাদ দুনিয়াতেও AI পরিচালিত চ্যাটজিপিটি, জেমিনির উত্থান, পাশাপাশি এআই-এর মাধ্যমে ছবি ও ভিডিয়ো এডিটিংও অনলাইন সাংবাদিকতায় সত্য-অসত্য তথ্য যাচাইকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। বর্তমান মুহূর্তে ভারত সরকার এই বিষয়টি নিয়েও ভাবিত ও ডিজিটাল ল্যান্ডস্কেপে একটি সুসমন্বয় নীতি তৈরির পক্ষে বলে জানিয়েছেন বৈষ্ণব। যেখানে গুরুত্ব পাবে সাম্য, স্বচ্ছতা ও মৌলিক অধিকারগুলি।
আরও পড়ুন, Vande Bharat: বন্দে ভারতের খাবারে কিলবিল করছে পোকা! সাংসদের পোস্টে তুলকালাম...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.