জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমির খানের ‘দঙ্গল’-এ অভিনয় করে রাতারাতি পেয়েছেন তারকাখ্যাতি। ছাড়াও আমির ও অমিতাভের সঙ্গে ঠগস অফ হিন্দুস্তানেও কাজ করেছিলেন তিনি। কিন্তু এত বড় তারকাদের সঙ্গে কাজের আগে বলিউডে রাস্তাটা মসৃণ ছিল না ফতিমা সানা শেখের (Fatima Sana Sheikh)। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে ফতিমা সানা শেখ জানান যে  দঙ্গলের আগে তাঁকে বেশ স্ট্রাগল করতে হয়েছে ইন্ডাস্ট্রিতে। এমনকী কাজ পাইয়ে দেওয়ার নামে কুপ্রস্তাবও পেয়েছেন তিনি। সেই তিক্ত অভিজ্ঞতাই শেয়ার করলেন সানা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Poonam Pandey in Maha Kumbh 2025: মমতা কুলকার্নির পর এবার মহাকুম্ভে হাজির পুনম পাণ্ডে! সব ছেড়ে এবার সন্ন্যাস?


অভিনেত্রী জানান যে কেরিয়ারের শুরুতেই তাঁকে ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়তে হয়। শুধু বলিউড নয়, দক্ষিণ ভারতেও কুপ্রস্তাব পান তিনি। অভিনেত্রীর দাবি, সেখানে আরও অবস্থা খারাপ। ফতিমা সানা বলেন, ‘কিছু কাস্টিং ডিরেক্টরের সঙ্গে পরিচয় হয়েছিল, যারা অত্যন্ত সুবিধাবাদী ছিলেন। তারা নতুনদের বাধ্য করতেন তাদের পারিশ্রমিকের পনেরো শতাংশ দিয়ে দিতে। তার পরেই নাকি কাজ পাবেন নতুনরা। যদিও বলিউডের সব কাস্টিং ডিরেক্টর একেবারেই এ রকম নন।’


দক্ষিণের ইন্ডাস্ট্রি সম্পর্কে ফতিমা আরও বলেন, “দক্ষিণী সিনেমায় কাজ করার চেষ্টা করতে আরো খারাপ পরিস্থিতির শিকার হয়েছিলাম। একজন কাস্টিং ডিরেক্টর আমাকে ডেকে সিনেমায় কাজ দেওয়ার নামে কুপ্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, অভিনয়ের জন্য আমি কি সব কিছু করতে রাজি কি না! জবাবে বলেছিলাম, ‘কঠোর পরিশ্রম ছাড়া অন্যকিছু করতে রাজি নই।’ পরে যদিও সেই কাজটি করিনি। অনেকে ভাবেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা খুব সহজ।কিন্তু এর পেছনে লড়াইটা অনেকের চোখে পড়ে না।”


আরও পড়ুন- Saif Ali Khan Attack Case: সইফকাণ্ডে নয়া মোড়! নদিয়ায় 'সন্দেহভাজন' খুকুমণির খোঁজে গিয়ে তাজ্জব মুম্বই পুলিস


একবার নয়, বারংবার তাঁকে কাস্টিং কাউচের প্রস্তাবের মুখে পড়তে হয়েছে। ফতিমা সানা বলেন ‘প্রযোজকরা এটি সম্পর্কে (কাস্টিং কাউচ) খুব খোলামেলা কথা বলতেন। তারা বলতেন, আপনাকে মানুষের সাথে দেখা করতে হবে। আপনাকে এটা করতে হবে। তারা সরাসরি কিছু বলতেন না, তবে অদ্ভুত উপায়ে বোঝাতেন। অবশ্য তারা পরোক্ষভাবে বললেও নিজেদের উদ্দেশ্য পরিষ্কার করে দেন।’


প্রসঙ্গত, অনুরাগ বসুর রোমান্টিক ড্রামা ‘মেট্রো... ইন দিনো’তে দেখা যাবে ফতিমা সানা শেখকে। এছাড়া মণীশ মালহোত্রা পরিচালিত ‘উল জালুল ইশক’ সিনেমায় অভিনয় করেছেন ফাতিমা। সাম্প্রতিক সময়ে আমির খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার খবর ছড়িয়ে পড়েছিল। যদিও সেই সম্পর্কের কথা স্বীকার করেননি আমির বা সানা কেউই। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)