জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসছে কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati 14)র সিজন-১৪। কিছুদিন আগেই একথা ঘোষণা করেছিলেন খোদ বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। এবার এই শোয়ের শুরু থেকেই থাকছে চমক। জানা যাচ্ছে, শোয়ের প্রথম এপিসোডে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমির খান (Aamir Khan)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিতাভ বচ্চনের এই শোয়ে এবার উপস্থিত থাকবেন রিয়েল হিরোরা। তাঁদের সঙ্গে পরিচয় করাবেন পারফেকশনিস্ট আমির খান। কৌন বনেগা ক্রোড়পতির হটসিটে বসে 'লাল সিং চাড্ডা' (Lal Singh Chaddha) নিয়ে নানান অভিজ্ঞতা শেয়ার করবেন আমির। প্রসঙ্গত অদ্বৈত চন্দনের পরিচালনায় 'লাল সিং চাড্ডা' ছবিটি হলিউডের 'ফরেস্ট গাম্প'-এর রিমেক। 


আরও পড়ুন-কেদারনাথে মৃত্যুমুখে সারা-জাহ্নবী, রক্ষাকর্তা ভারতীয় সেনা!



তবে 'কৌন বনেগা ক্রোড়পতি' সম্প্রচার ঠিক কবে থেকে শুরু তা এখনও কেবিসি-কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি। তবে এবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তির কথা মাথায় রেখে ৭৫ লক্ষ টাকার প্রাইজ মানি-র একটি স্লট রাখা হয়েছে। প্রসঙ্গত, ২০০০ সালে শুরু হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতি। সেসময় থেকেই এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। মাঝে ২০০৭ সালে কেবিসি-র তৃতীয় সিজনের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)