নিজস্ব প্রতিবেদন : ব্রেন স্ট্রোক হয়েছে 'আশিকি' ছবির নায়ক রাহুল রায়ের। গুরুতর অবস্থায় তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। এই মুহূর্তে ICU-তে রয়েছেন অভিনেতা। তবে তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, কার্গিলে 'LAC - Live the Battle' ছবির শ্যুটিং করছিলেন অভিনেতা রাহুল রায়। শ্যুটিং চলাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে শ্রীনগর থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয় বলে খবর। কার্গিলের কঠিন আবহাওয়ার কারণেই এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও রাহুল রায়ের বোন প্রিয়াঙ্কা রায় জানিয়েছেন অভিনেতার শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে।


আরও পড়ুন-রোশনের সঙ্গে বিয়ে ভাঙার জল্পনার মাঝে ছেলে ঝিনুককে নিয়ে স্নেহময়ী পোস্ট শ্রাবন্তীর



আরও পড়ুন-অনির্বাণের রিসেপশনে 'খোকা'র সঙ্গে জমিয়ে নাচ 'খোকার মালিক' সৃজিতের


প্রসঙ্গত, ১৯৯০ সালে আশিকি ছবিতে অনু আগরওয়ালে বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন রাহুল রায়। তাঁর জীবনের প্রথম ছবি ছিল সেটাই। আশিকি সুপারহিট হয়।