নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি মেয়ে ডলকে সঙ্গে নিয়ে ব্যাংককে ঘুরতে গিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়ের(Abhishek Chatterjee) স্ত্রী সংযুক্তা। তিনি বারবারই বলেন যে, মৃত্যুর পরেও অভিষেক তাঁদের সঙ্গেই আছেন। এছাড়াও সব জায়গায় দেখা যায় যে মৃত স্বামীর ছবি সঙ্গে করেই নিয়ে যান সংযুক্তা(Sanjukta)। সেই মতো ব্যাংককেও অভিষেকের ছবি সঙ্গে করেই নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই অভিষেকপত্নী সংযুক্তার দিকে ধেয়ে আসে কটাক্ষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেটিজেনদের কেউ লেখেন 'হাস্যকর', কেউ বলেন 'বাড়াবাড়ি'।'লোক দেখানো' বলেও মন্তব্য করতে পিছপা হয়নি অনেকেই। বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই কটাক্ষের জবাব দিলেন অভিষেক পত্নী সংযুক্তা। অভিষেকের প্রোফাইল থেকেই তিনি লেখেন, 'গতকাল আমাদের ভ্রমণ নিয়ে পোস্ট করা একটি আর্টিকেলের প্রতিক্রিয়ায় কিছু মন্তব্য পেয়েছি যে, আমার অভিষেকের ছবি সর্বত্র বহন করা 'সহানুভূতি' অর্জনের জন্য এবং এটিকে 'হাস্যকর'-ও বলা হয়।আমি জানি আমার সমস্ত সমালোচকদের উত্তর দেওয়ার দরকার নেই। তবুও যেহেতু এটি অভিকে কেন্দ্র করে - এটি সঠিকভাবে সমাধান করা দরকার।'


নেটিজেনদের কটাক্ষের জবাবে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন। তিনি লেখেন, 'কেন আমার সহানুভূতি দরকার? আমি একজন স্বাধীন কর্মজীবী ​​মহিলা এবং অভিষেকের আশীর্বাদে ২৪শে মার্চ ২০২২ সাল থেকে এই সংসার চালাচ্ছি।মৃত্যু স্বাভাবিক এবং নিশ্চিত। প্রতিটি পরিবার এই যন্ত্রণার মধ্য দিয়ে যায়। আপনি এটি মোকাবেলা কিভাবে আপনার উপর। আমি মনে করি, অভিষেক আমার এগিয়ে যাওয়ার শক্তি। আমরা কেউ কেউ ফটো ফ্রেম করি এবং প্রণাম জানাই, কিন্তু অভি নিজেই (একটি স্বপ্নের মাধ্যমে) আমাকে স্পষ্টভাবে বলেছিল যে এই ছবিটি যেন ফ্রেম না করে আমি নিজের সঙ্গে বহন করি। ওকে যেন আমাদের জার্নির অংশ করে রাখি কারণ ও আমাদের সঙ্গেই আছে।'


তিনি আরও লেখেন,' ডলের জন্মদিনের সময় আমি এই ছবিটি বাড়িতে রেখেছিলাম। যখন আমি বাড়ি থেকে প্রায় 30 মিনিটের গন্তব্যে পৌঁছলাম তখন আমাকে বাড়ি ফিরতে হয়েছিল কারণ আমি বুঝতে পেরেছিলাম যে আমি জন্মদিনের রিটার্ন গিফট আনতে ভুলে গেছি। আসলে অভি আমাকে তাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য বাড়ি ফিরতে বাধ্য করেছে। যেন সে ফিসফিস করে বলল আমার কানে 'পুতুল এর জন্মদিন আর আমাকে রেখে গেল?'এই ছবিটি এভাবেই সব অর্থেই আমার সঙ্গে যোগাযোগ করে। আগে যেখানেই যেতাম সাঁইকে নিয়ে যেতাম। এখন, আমি আমার হৃদয়ে থাকা সত্ত্বেও অভির ছবি বহন করি। তবুও, আমি অবশ্যই তাকে 'সর্বত্র' বহন করি না। এই ছুটিতে, তার শেষ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশের সময় অর্থাৎ যেখানে আমি অনুভব করি যে তাকে অবশ্যই সেই জার্নির অংশ হতে হবে, সেখানেই এই ছবি নিয়ে যাই কারণ আমি কেবল তার প্রতিনিধিত্ব করছি। আমি কে ? আমি তার স্ত্রী হিসেবে অভির প্রতিনিধি এবং সেখানে তার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।'


সোশ্যাল মিডিয়া ট্রোল নিয়ে সংযুক্তা লেখেন,'সহানুভূতি' এবং 'প্রেম'-এর মধ্যে পার্থক্য রয়েছে। দুর্ভাগ্যবশত, বেশিরভাগ মানুষ এটি বুঝতে পারে না। সহানুভূতি নিয়ে বাঁচি না। কারো সহানুভূতি নিয়ে বাঁচা উচিত নয়। আত্মকরুণা হল সবচেয়ে খারাপ কাজ! এটি কখনই উত্সাহিত করা উচিত নয়। যাঁরা এই অনুভূতিগুলোকে হাস্যকর মনে করে আমি তাঁদের সেন্স অফ হিউমার তাঁদের উপরেই ছেড়ে দিলাম।'


আরও পড়ুন: Kanchan-Pinky: ছেলের সঙ্গে দেখা করা নিয়ে বিবাদ, স্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ কাঞ্চন মল্লিক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)