ওয়েব ডেস্ক:  শাহেনশাকে সিংহাসনচ্যুত করতে পারেন সুন্দরী, থুড়ি বিশ্ব সুন্দরী। টিনসেল টাউনে জোর খবর, বিগ বি-কে হঠিয়ে কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) নবম সিজিনে সঞ্চালকের আসনে বসতে পারেন খোদ পুত্রবধূ ঐশ্বর্যা। আর যদি সেটাই হয়, তাহলে নবম সিজনই হবে প্রথম কৌন বনেগা ক্রোড়পতির প্রথম সম্প্রচার যেখানে হোস্টের ভূমিকায় কোনও নারী। তবে এখানেই গুঞ্জনের শেষ নয়, এমনটাও জানা যাচ্ছে যে শুধু ঐশ্বর্যা একাই নয়, সঞ্চালকের হিসাবে ভাবা হচ্ছে মাধুরী দীক্ষিতকেও। কিন্তু হঠাত্ কেন সিনিয়ার বচ্চনকে বাদ দেওযার কথা ভাবা হচ্ছে সেটা পরিষ্কার নয়।


প্রসঙ্গত উল্লেখ্য, শাহেনশার ব্যারিটোনে 2000 সালের 3রা জুলাই প্রথম সম্প্রচারিত হয়েছিল কেবিসি। সেই থেকেই এক অনন্য জনপ্রিয়তা পায় এই গেম শো। কেবলমাত্র তৃতীয় সিজিনে হোস্টের চেয়ারে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তারপরে আবারও সেই অমিতাভই। ফলে এবার যদি অন্য কোনও ব্যক্তি সেই আসনে বসেন তা হবে রীতিমতো তাত্পর্যপূর্ণ বলছে বলি বাতাস। তবে এখনও অবধি এটা নেহাতই সম্ভবনা। এমন কি প্রশ্ন করারও সময় আসেনি, লক কিয়া যায়ে? (আরও পড়ুন- ‘বাহুবলী ২’ দেখে এটা কী বললেন অমিতাভ বচ্চন!)