নিজস্ব প্রতিবেদন :  রাজ-শুভশ্রীর বিয়ের খবরে যখন টলিপাড়ায় খুশির হাওয়া। ঠিক তখনই টলি পাড়ায় এল আরও এক খুশির খবর। দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১২ সালে তনয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা সোহম চক্রবর্তী। এরপর ২০১৬ সালে তনয়ার কোলে আসে তাঁদের প্রথম পুত্র সন্তান। নাম রাখেন সাঁঝ চক্রবর্তী। সেবার সোশ্যাল সাইটে ছেলের প্রথম ছবি শেয়ার করেছিলেন সোহম নিজেই।





ফের শুক্রবার দ্বিতীয়বারের জন্য সোহমের পরিবারে আসে খুশির খবর। এবারও ফের পুত্র সন্তানেরই বাবা হয়েছেন সোহম। তবে এবার তিনি কী নাম রাখতে চলেছেন তা এখনও জানা যায় নি। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সোহম-শুভশ্রী জুটির ছবি 'হানিমুন'। খুব তাড়াতাড়িই রবি কিনাগির একটি ছবিতেও কাজ শুরু করার কথা রয়েছে সোহমের।


শিশু শিল্পী হিসাবেই প্রথম অভিনয় জীবন শুরু করেছিলেন সোহম। তখন তাঁকে সকলে মাস্টার বিট্টু বলেই চিনত। তারপর পরবর্তীকালে অভিনয়কেই নিজের পেশা হিসাবে বেছে নেন। 'প্রেম আমার', 'বোঝে না সে বোঝে না ',  'অমানুষ ',  'শুধু তোমারি জন্য ' সহ অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি।