Burdwan: ৩ ঘণ্টাতেই ভাতারে বৃদ্ধ দম্পতি খুনের কিনারা! পুলিসের জালে ৩ আত্মীয়..
Burdwan: পুলিস সূত্রে খবর, মৃতের হলেন অভিজিৎ যশ ও তাঁর স্ত্রী ছবি। ভাতারে রবীন্দ্রপল্লীতে থাকতেন ওই নিঃসন্তান দম্পতি। গত শুক্রবার নাকি শেষবার বোনের সঙ্গে কথা হয়েছিল ছবির! আত্মীয়দের দাবি, তারপর থেকে আর ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। আজ, মঙ্গলবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় জোড়া দেহ।
পার্থ চৌধুরী: সময় লাগল মাত্র তিন ঘণ্টা! বর্ধমানের ভাতারে বৃদ্ধ দম্পতিকে খুনের কিনারা করে ফেলল পুলিস। গ্রেফতার করা হল ৩ জনকে। বস্তুত, পুলিসি জেরায় ধৃতেরা অপরাধ স্বীকার করেছেন বলেও খবর।
আরও পড়ুন: Alipurduar: আলিপুরদুয়ারে মহিলার মাথায় গুলি বাইক আরোহী যুবকের; ঘটনাস্থলেই মৃত্যু, তোলপাড় এলাকা
পুলিস সূত্রে খবর, মৃতের হলেন অভিজিৎ যশ ও তাঁর স্ত্রী ছবি। ভাতারে রবীন্দ্রপল্লীতে থাকতেন ওই নিঃসন্তান দম্পতি। গত শুক্রবার নাকি শেষবার বোনের সঙ্গে কথা হয়েছিল ছবির! আত্মীয়দের দাবি, তারপর থেকে আর ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর আজ, মঙ্গলবার তাঁদের বাড়িতে যান ওই বৃদ্ধার ছোট বোনের নাতি। সে দেখে, বাড়ি দরজায় তালা ঝুলছে। খবর দেওয়া হয় ভাতার থানায়।
পরিবারের লোকেদের সন্দেহ ছিলই যে, সম্পত্তির কারণে খুন করা হয়েছে ওই বৃদ্ধ দম্পতিকে। সেই সূত্রে ধরে তদন্তে নামে পুলিস। রাতে গ্রেফতার করা হয় মহুয়া সামন্ত নামে এক মহিলাকে। সঙ্গে তাঁর ছেলে অনিকেত ও অরিত্রকেও। পুলিস সূত্রে খবর, ধৃতেরা ওই দম্পতির ঘনিষ্ঠ আত্মীয়। এর আগেও সম্পত্তি নিয়ে ঝামেলা করেছেন তারা। শনিবার সকালে টাকা না পেয়ে শেষপর্যন্ত খুন করা হয় ওই দম্পতিকে। আগামীকাল, বুধবার ঘটনাস্থলে যাবে ফরেনসিক টিম।
আরও পড়ুন: QR Code in Toto: নজরে যাত্রী সুরক্ষা, টোটোতেও এবার কিউআর কোড!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)