Anne Heche, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষরক্ষা হল না। ১ সপ্তাহ কোমায় থাকার পর অবশেষে মার্কিন অভিনেত্রী অ্যানে হেচে-কে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। ৫৩ বছর বয়সী অভিনত্রীর মুখপাত্র জানিয়েছেন, আমরা আজ একটা উজ্জ্বল আলো, সুন্দর আত্মা, ভালো মা এবং প্রকৃত বন্ধুকে হারালাম। কাজ এবং দুই সন্তানের মধ্যে দিয়েই বেঁচে থাকবেন অ্যানে।' তাঁর পরিবারের তরফে বিবৃতিতে আরও জানানো হয়, 'সবসময় সত্যের পাশে দাঁড়ানোর সাহাস দেখিয়েছেন অ্যানে। জীবনের শেষপর্যন্ত উনি ভালোবাসা বার্তা দিয়ে গিয়েছেন।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২২০১৫-তে 'কোয়ান্টিকো' সিরিজে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন অ্যানে হেচে। এর সুবাদে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও বন্ধুত্ব রয়েছে তাঁর। অ্যানের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে প্রিয়াঙ্কা লেখেন, 'অ্যানের পরিবার, সন্তান, বন্ধু যাঁরা এই দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁদের সবার জন্যই আমার হৃদয় কাতর। তোমার সঙ্গে কাজ করার সময় মাত্র একঘণ্টার মধ্যেই একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। একজন অসাধারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তুমি একজন ভীষণ ভালো মানুষ। তোমার হৃদয়ে সবসময়ই আমার একটা আলাদা জায়গা থাকবে।'


আরও পড়ুন-ইদানিং মদের নেশায় বুঁদ থাকেন রণবীর, কেন বললেন অর্জুন?



আরও পড়ুন- নগ্ন ফটোশ্যুটের জের, রণবীরের দুয়ারে পুলিস


গত ৫ অগস্ট, আমেরিকার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন মার্কিন তারকা অ্যানে হেচে। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। দুর্ঘটনায় অ্যানের মস্তিষ্কে গভীর চোট পৌঁছেছিল বলে জানিয়েছেন অভিনেত্রীর মুখপাত্র। তিনি জানান, গত একসপ্তাহ ধরে কোমায় থাকার পর তাঁর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এরপরই ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকৎসকরা। গত গত শুক্রবার অ্যনের গাড়ি দুর্ঘটনার পর তার সিসিটিভি ফুটেজ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছিলেন অনেকেই। ভিডিয়োতে দেখা যায় নীল রঙের একটি মিনি কুপার চালাচ্ছিলেন অ্যানে। লস অ্যাঞ্জেলসের একটি অ্যাপার্টমেন্টে গ্যারেজে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা অভিনেত্রীর গাড়ি। গ্যারেজ থেকে বের হয়ে পালানোর সময় ফের বিপত্তি ঘটে। দ্রুত গতিতে থাকা অ্যানের গাড়িতে আগুন জ্বলে যায়। সেটি ফের একটি গ্যারেজে ধাক্কা মারে। মার্কিন পুলিস জানিয়েছিল গাড়ি থেকে বের করার সময়ও জ্ঞান ছিল অভিনেত্রীর। তবে দুর্ঘটনায় তাঁর শরীরের অধিকাংশটাই পুড়ে গিয়েছিল বলে খবর। 



১৯৯১ সালে 'অ্যানাদার ওয়ার্ল্ড' টিভি শোয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন অ্যানে হেচে। সেখানে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। যে শোয়ের হাত ধরে এমি পুরস্কারও জিতে নিয়েছিলেন অ্যানে।  'ডনি ব্রাস্কো', 'ওয়াগ দ্যা ডগ', 'সিক্স ডে'জ সেভেন নাইটস', 'আই নো ওয়াট ইউ ডিড লাস্ট সামার'-এর মতো হলিউডের ছবিতে নজর কেড়েছেন অ্যানে। 'কোয়ান্টিকো' ছাড়াও  'দ্যা ব্রেভ', 'শিকাগো পিডি'র মতো টিভি শোয়ে অভিনেয় করেছেন অ্যানে হেচে।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)