Tapas Paul`s Birthday : `দুর্ভাগ্যের বিষয় তাপসের কলঙ্ক মুছল না!`
`ও সুপারস্টার ছিল। ভালোবাসা ভালোবাসা, দাদার কীর্তি-র মতো ছবি যখন ও করছে তখন আমাদের মধ্যে ও-ই ১ নম্বরে ছিল। নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে নিজের জায়গাটা ও নষ্ট করে ফেলল। তবে আবার নিয়তি কারণেও কিছু ঘটনা ঘটে যায়। এমন একটা ভুল কথা ও বলে ফেলল, যে কারণে ওর জীবনটাই নষ্ট হয়ে গেল। খুব দুর্ভাগ্যের, ওটা যে বলা উচিত হয়নি, সেটা ও খুব ভালো করে জানত। তারপর বহুবার ও ক্ষমা চেয়েছে, কিন্তু ক্ষমাটা আর কেউ করল না! একবার চিহ্নিত যেটা হয়ে গেল, তারপর এজীবনে সেই কলঙ্ক আর গেল না।`
Tapas Paul's Birthday, Chiranjeet Chakraborty, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : একসঙ্গে একধিক ছবিতে অভিনয়, তবে শুধু অভিনয় নয়, বাংলাছবির ক্ষেত্র ছাড়িয়ে ব্যক্তিগত স্তরেও হয়ে উঠেছিলেন ভালো বন্ধু। তবে দুই বন্ধুর এক বন্ধু আজ আর নেই। তবে থেকে গিয়েছে বন্ধুত্ব এবং অসংখ্য স্মৃতি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই বন্ধু হলেন জনপ্রিয় দুই তারকা চিরঞ্জিত চক্রবর্তী এবং তাপস পাল। ২৯ সেপ্টেম্বর প্রয়াত বন্ধু তাপস পালের জন্মদিনে স্মৃতির পাতা থেকেই কিছু কথা Zee ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে ভাগ করে নিলেন অভিনেতা, বিধায়ক চিরঞ্জিত।
তাপস পালের প্রসঙ্গ উঠতেই চিরঞ্জিত চক্রবর্তী বললেন, 'আমি, বুম্বা আর তাপসের একটা ছবি আছে, যেটা আমার ভীষণ প্রিয় একটা ছবি। অসম্ভব ভালো আমাদের বন্ধুত্ব ছিল।' তাপস পালের সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে চিরঞ্জিত জানালেন, 'একসঙ্গে অনেক জীবন ছবি করেছি, তার মধ্যে একটা হল জীবন, যেটা কিনা অমিতাভ বচ্চন, রাজেশ খান্না অভিনীত ছবি আনন্দ-এর বাংলা। অমিতাভের চরিত্রটি আমি আর রাজেশ খান্নার চরিত্রটি তাপস করেছিল। ও সুপারস্টার ছিল। ভালোবাসা ভালোবাসা, দাদার কীর্তি-র মতো ছবি যখন ও করছে তখন আমাদের মধ্যে ও-ই ১ নম্বরে ছিল। নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে নিজের জায়গাটা ও নষ্ট করে ফেলল। তবে আবার নিয়তি কারণেও কিছু ঘটনা ঘটে যায়। এমন একটা ভুল কথা ও বলে ফেলল, যে কারণে ওর জীবনটাই নষ্ট হয়ে গেল। খুব দুর্ভাগ্যের, ওটা যে বলা উচিত হয়নি, সেটা ও খুব ভালো করে জানত। তারপর বহুবার ও ক্ষমা চেয়েছে, কিন্তু ক্ষমাটা আর কেউ করল না! একবার চিহ্নিত যেটা হয়ে গেল, তারপর এজীবনে সেই কলঙ্ক আর গেল না। এটা বড় ভয়ঙ্কর জায়গা। একে ফিল্মস্টারের কলঙ্ক তৈরি করতে লোক ভালোবাসে। তারপর ও তখন তৃণমূলের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই কেউ ছাড়বে না। সেটা খুবই দুঃখের। আজও আমি ওর সেই হাসি ভুলতে পারি না। অদ্ভুত একটা হাসি ওর। উত্তম কুমার আর বলিউডের রাজেশ খান্নার পর এই হাসি বোধহয় আর কারোর নেই।'
আরও পড়ুন-ওয়ারেন্ট জারি, গ্রেফতার হতে পারেন একতা কাপুর!
ছবি সৌজন্য- অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী
তাপস পালের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথা বলতে গিয়ে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, 'একবার আমরা 'ঘর সংসার' ছবির শ্যুটিংয়ে ওডিশা গিয়েছিলাম। ওই ছবিতে তাপস, আমি, বুম্বা রঞ্জিতদা সকলেই রয়েছি। খুব হিট হয়েছিল ছবিটা। আর তাপস খেতে খুব ভালোবাসত, তাই ওখানে গিয়ে আমরা ওকে নিয়ে মজা করছিলাম, বলতাম এত খাস না। এরপর সল্টলেকে অঞ্জন মিত্রের বাড়িতে আশা ছবির শ্যুটিং করছিলাম। ওই ছবিতে তাপস, আমি আর দেবশ্রী আছি। লাঞ্চ টাইম হয়েছে। আমি তাপসকে জিজ্ঞেস করলাম, তোর খাবার কোথায়? বলল, আমি খাচ্ছি না, খাওয়াটা কমিয়ে দিয়েছি। বললাম, একদম খাবি না! তখন জিগ্গেস করল, তোমরা কী খাচ্ছ? বললাম, আমি যা খাই চিকেন শ্যুপ আর স্যান্ডউইচ আনিয়েছি, দেবশ্রীও তাই। তখন দেবশ্রী শুনে বলল, আমি ওত খাবো না। তবে দেবশ্রী একটা জিনিসই বেশি খেত, সেটা হল আচার। ও পুরো শিশি শেষ করে দিতে পারত। তাই স্বাভাবিকভাবে ও খাবে কম। তাপস তখন বলল, তাহলে দেবশ্রীরটাই আমি খেয়ে নেব। তাই হল। এবার আমি আর দেবশ্রী যখন শট দিচ্ছি। তখন দেখলাম প্রোডাকশনের একজন দৌড়ে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার উনি একটা বড় প্যাকেট নিয়ে ফিরে এলেন। জিগ্গেস করলাম, ওটা কার? বললেন, তাপসদার। শুনে আমি আবার জিগ্গেস করলাম, কী আনালো? বললেন, বিরিয়ানি আনিয়েছেন। বিরিয়ানি আর মাংস খেল তাপস। আমরা শট শেষে উপরে গিয়ে বললাম, তুই তো খাবিই না বললি, সেখানে দেবশ্রীর খাবারটাও খেলি, আবার বিরিয়ানিও খেলি! বলল, আরে খুব খিদে পেয়ে গেল জানো তো। ভীষণ সরল ছেলে! আজ ভীষণ মনে পড়ে এই কথাগুলো।'