নিজস্ব প্রতিবেদন : ভবানীপুরের বাড়িতে এখন নিজের হাতে লক্ষ্মী পুজো করেন গৌরব চট্টোপাধ্যায়। মহানায়কের বাড়ির পুজোয় এখনও সেই আগের মতোই রীতি মেনে নিষ্ঠাভরে পুজোর আয়োজন করা হয়। উত্তম কুমাররা নেই কিন্তু তাঁদের বংশধররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পারিবারিক পুজোর ঐতিহ্যকে। সেই কারণে উত্তম কুমারের মৃত্যুর এত বছর পর এখনও পর্যন্ত লক্ষ্মী পুজোর দিন চর্চায় উঠে আসে চট্টোপাধ্যায় বাড়ির পুজো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে এবার লক্ষ্মী পুজো করতে। ধুতি পরে, পুজোর আসনে বসেন গৌরব। পুজোর পর হোম যজ্ঞ করতেও দেখা যায় পর্দার মথুরকে। লক্ষ্মী পুজোর পর নতুন ছবি শেয়ার করেন গৌরব। যেখানে আরাম কেদারায় বসে থাকতে দেখা যায় তাঁকে। গৌরবের ওই ছবি দেখে তাঁর ভক্তরা যেন স্মৃতিমেদুর হয়ে পড়েন।


আরও পড়ুন  : মাত্র ১৪-তেই দুঃসহ অভিজ্ঞতা, যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন আমির খানের মেয়ে ইরা


গৌরব চট্টোপাধ্যায়ের ওই ছবি দেখে তাঁকে উত্তম কুমারের মতো দেখতে লাগছে বলে কেউ কেউ মন্তব্য করতে শুরু করেন। কেউ আবার বলতে শুরু করেন, এই সেই আরামকেদারা, যেখানে বসতেন মহানায়ক। কেউ আবার আরামকেদারায় গৌরবকে বসতে দেখে অসাধারণ বলে মন্তব্য করেন। সবকিছু মিলিয়ে গৌরব চট্টোপাধ্যায়ের ওই ছবি দেখে উত্তম কুমারের কথাই মনে পড়ছে বলে মন্তব্য করেন অনেকে। 


দেখুন...


 



গৌরবের ওই ছবি দেখে তাঁর প্রিয় মানুষ দেবলীনা কুমারকেও মন্তব্য করতে দেখা যায়।