Arvind Kejriwal: ভোটের মুখে বড় ঘোষণা কেজরির! প্রতিমাসে ১৮ হাজার 'পুরোহিত ভাতা'...

AAP National Convenor: দিল্লির মন্দিরের পুরোহিতদের এবার মাসিক ১৮ হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা অপ সুপ্রিমার। কেজরিওয়ালের এই ঘোষণায় ব্যাকফুটে দিল্লি বিজেপি!

Updated By: Dec 30, 2024, 01:48 PM IST
Arvind Kejriwal: ভোটের মুখে বড় ঘোষণা কেজরির! প্রতিমাসে ১৮ হাজার 'পুরোহিত ভাতা'...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের মুখে কেজরিওয়ালের বড় ঘোষণা। 'পূজারী গ্রন্থী সম্মান যোজনা'-য় মন্দিরের পূজারী এবং শিখ ধর্মশাস্ত্র পাঠকদের প্রতিমাসে ১৮ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। ৩১ ডিসেম্বর থেকেই শুরু রেজিস্ট্রেশন। যদিও এর আগে দিল্লির ইমাম ও মৌলবীরা দীর্ঘদিন বেতন না পাওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।‌

আরও পড়ুন, Petrol Diesel Price: বাজেটের পরই কমছে পেট্রোল-ডিজেলের দাম! কম হচ্ছে ট্যাক্সের হারও

কেজরিওয়ালের এই ঘোষণায় ব্যাকফুটে দিল্লি বিজেপি! এদিন কেজরি বলেন, "মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বার গ্রন্থীরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে কিন্তু কোন সরকার বা দল তাদের দিকে কোন মনোযোগ দেয়নি।'' তিনি আরও জানান, পুরোহিতরা বংশপরম্পরায় এই আচার-অনুষ্ঠানকে প্রচার করছে। আমি হনুমান মন্দিরের পুরোহিতদের রেজিস্ট্রার করব। এরপরে দিল্লির সমস্ত মন্দির এবং গুরুদ্বারে, আমাদের বিধায়ক [বিধানসভার সদস্যরা], প্রার্থী এবং কর্মীরা পূজারি এবং গ্রন্থীদের রেজিস্ট্রার করা শুরু করবেন। 

এর আগে আপ ঘোষণা করেছিল, বেকার মহিলাদের প্রতিমাসে ২১০০টাকা করে দেবে রাজ্য সরকার। তার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে দিনকয়েক আগেই আপ ঘোষণা করেছিল, আগামী দফায় ফের তারা ভোট জিতলে, সেখানকার ৬০, বা ষাটোর্দ্ধ সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে। এই নয়া প্রকল্পের নাম ভাবা হয়েছে ‘সঞ্জীবনী যোজনা‘। 

আরও পড়ুন, Maharashtra Horror: পরপর ৩ কন্যা সন্তান! স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালাল স্বামী...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.