নিজস্ব প্রতিবেদন : ​বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন হিরণ। জোড়া ফুল (TMC) শিবির ছেড়ে এবার পদ্ম শিবিরে ঝুঁকছেন টলি পাড়ার অন্যতম মুখ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শিবির বদলাতে শুরু করেছেন টলিউডের (Tollywood) একাধিক অভিনেতা। রুদ্রনীল ঘোষ থেকে কৌশিক রায়-সহ একাধিক অভিনেতার রাজনৈতিক শিবির বদলের খবরে সরগরম হয়ে উঠতে শুরু করেছে সংবাদমাধ্যম। বিজেপিতে (BJP) যোগ দেওয়ার জন্য শনিবার দিল্লি উড়ে যান অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রর শিবির বদলের খবর নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় হিরণ চট্টোপাধ্যায়ও তাঁর রাজনৈতিক পরিচয় পালটাতে চলেছেন বলে খবর। 


আরও পড়ুন : পানশালায় গিয়ে নীলের সঙ্গে নাচ তৃণার, ভাইরাল ভিডিয়ো


এদিকে শুক্রবার বিজেপিতে যোগ দেন খড়কুটো খ্যাত অভিনেতা কৌশিক রায়। খড়কুটোর সৌজন্যর বিজেপিতে যোগদানের খবর প্রকাশ্যে আসতেই অবাক হন অনেকে। যদিও মানুষের সেবা করতেই  তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান কৌশিক রায়।