নিজস্ব প্রতিবেদন: গুরুতর অসুস্থ অভিনেতা ইরফান খান। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরফান এই মুহূর্তে ICU-তে রয়েছেন বলে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Aaj Tak-এর খবর থেকে জানা যাচ্ছে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন ইরফান খান। লকডাউনের মধ্যেই তড়িঘড়ি ইরফানকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী সুতপা শিকাদার ও দুই ছেলেও রয়েছেন বলে জানা যাচ্ছে।


আরও পড়ুন-প্রয়াত ইরফান খানের মা, লকডাউনে ভিডিয়ো কলে মায়ের শেষকৃত্যের সাক্ষী হলেন অভিনেতা



আরও পড়ুন-অমিতাভ বচ্চনের 'জলসা'য় ঢুকে পড়ল বাদুড়, করোনা আতঙ্কে বিগ বি


এদিকে গত শনিবারই জয়পুরে বাড়িতে মৃত্যু হয় ইরফান খানের বাবা সইদা বেগমের। তবে মায়ের মৃত্যুর খবর পেয়েও জয়পুরের বাড়িতে যেতে পারেননি ইরফান খান। ভিডিয়োকলেই মায়ের শেষকৃত্যের সাক্ষী থেকেছেন তিনি। আর এর ঠিক পরেই সোমবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। 


এদিকে নিউরো এন্ড্রোক্রাইন টিউমারে আক্রান্ত হওয়ার পর টানা একবছর বিদেশে চিকিৎসা চলেছে ইরফান খানের। এবছরই তিনি চিকিৎসার পর লন্ডন থেকে ফিরেছেন। তবে তাঁর পরও ইরফানের চিকিৎসা জারি ছিল। সম্প্রতি, ইরফান খান অভিনীত 'আংরেজি মিডিয়াম' ছবিটিও মুক্তি পায়। তবে ছবির প্রিমিয়ারে অসুস্থতার কারণেই থাকতে পারেননি অভিনেতা।