সমুদ্রতীরে `মন বেচারা, ছন্নছাড়া` গানে নাচছেন রাজ-শুভশ্রী, ভিডিয়ো পোস্ট করলেন জিৎ
কোন এমন ছবির শ্যুটিংয়ে শুভশ্রী সঙ্গে নাচছিলেন রাজ?
নিজস্ব প্রতিবেদন : সমুদ্র সৈকতে শুভশ্রীর সঙ্গে 'মন বেচারা, ছন্নছাড়া' গানে নাচছেন রাজ চক্রবর্তী। শুক্রবার, এমনই একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা জিৎ। ভিডিয়োটি অবশ্যই শ্যুটিংয়ের, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তবে কোন এমন ছবির শ্যুটিংয়ে শুভশ্রী সঙ্গে নাচছিলেন রাজ?
আসলে জিৎ যেটি পোস্ট করেছেন সেটি ২০১৬ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি 'অভিমান'-এর একটি গানের দৃশ্যের শ্যুট হওয়ার সময়কার ভিডিয়ো। যে গানটি হল 'মন বেচারা, ছন্নছাড়া'। আর এই গানের দৃশ্যায়নে দেখা গিয়েছিল জিৎ ও সায়ন্তিকাকে। আর ছবিটি অবশ্যই রাজ চক্রবর্তী পরিচালিত ছবি। 'অভিমান' ছবিটিতে সায়ন্তিকা, জিৎ-এর সঙ্গে ছিলেন শুভশ্রীও। তবে জিৎ ও সায়ন্তিকা 'মন বেচারা, ছন্নছাড়া' গানটি শ্যুট করার আগে রাজের সঙ্গেই জমিয়ে নাচেন শুভশ্রী। পুরনো সেই স্মৃতিই টাটকা হয়ে উঠেছে জিৎ-এর সোশ্যাল মিডিয়া পোস্টে।
আরও পড়ুন-''আমার সঙ্গে গণ্ডোগোল করতে এসো না, দূরে থাকো'', KRK-কে সতর্ক করলেন হনসল মেহেতা
ক্যাপশানে অভিনেতা লিখেছিলেন, ''মনে হয় পরিচালক মহাশয় এই গানটি নিজের জন্যই বানিয়েছিলেন। কী মনে হয়... ''
আরও পড়ুন-বাথটাবে ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন নুসরত
অভিনেতা জিৎ অবশ্য সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই অ্যাক্টিভ থাকেন। কিছুদিন আগে 'অভিমান' ছবিরই আরও একটি গানের শ্যুটিংয়ের ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেতা। যেখানে এক বিদেশিনী বৃদ্ধার সঙ্গে নাচতে দেখা গিয়েছিল জিতকে।
আরও পড়ুন-বিদেশে শ্যুটিংয়ে গিয়ে বিদেশিনী বৃদ্ধার সঙ্গে জমিয়ে নাচ জিৎ-এর, উঠে এল মজাদার ভিডিয়ো