প্রয়াত মিঠুন চক্রবর্তীর বাবা, লকডাউনে বেঙ্গালুরুতে আটকে অভিনেতা
বাবার শেষবেলায় তাঁর পাশে থাকতে পারলেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধেয় মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বসন্তকুমার চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। এদিকে লকডাউনের মধ্যে বাবার শেষবেলায় তাঁর পাশে থাকতে পারলেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী।
জানা যাচ্ছে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে বেঙ্গালুরুতে আটকে রয়েছেন। একথা জানিয়েছে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মিঠুন চক্রবর্তীর বাবার মৃত্যুর খবর প্রকাশিত হয়। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই বার্ধ্যক্যজনিত সমস্যায় ভুগছিলেন বসন্তকুমার চক্রবর্তী। তাঁর ৪ সন্তানের মধ্যে মিঠুন চক্রবর্তীই বড়। তবে বাবার শেষশয্যয় মিঠুন চক্রবর্তী তাঁর পাশে না থাকতে পারলেও তাঁর ছেলে মিমো দাদুর সঙ্গেই ছিলেন।
আরও পড়ুন-রুটি খারাপ বানানোয় বোনকে মারধর! ভিডিয়ো পোস্ট করে চরম বিতর্কে কার্তিক
মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তীর মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেন ঋতুপর্ণা চক্রবর্তী।
প্রসঙ্গত, মিঠুন চক্রূবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন। তাঁর স্ত্রী শান্তিময়ী চক্রবর্তী ছিলেন গৃহবধূ।