Virat Kohli Fined: মাঠে মেজাজ হারিয়ে বিপদে বিরাট! রাজত্ব হারানোর শঙ্কাতেই কি রগচটা রাজা?
Kohli-Konstas Physical Altercation: তবে এদিন কনস্টাস যেভাবে বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিল তাতে বিরাটের মেজাজ সপ্তমে থাকার কথা। আর সে কারণেই কী মেজাজ হারিয়ে খেসারত দিতে হচ্ছে ভারতের তারকা ব্যাটারকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্ক থেকে আবারও নিজেকে সরিয়ে রাখতে পারলেন না বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার মেলবোর্নে শুরু হওয়া চতুর্থ টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ান ব্যাটার স্যাম কনস্টাসকে কাঁধে ধাক্কা দেওয়ার জন্য বিরাট কোহলিক আইসিসিকে জরিমানা দেবে। কোহলিকে তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং ডিসিপ্লিনারি রেকর্ডে এক ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা মারার অভিযোগ উঠেছে কোহলির বিরুদ্ধে। তারপরই বিরাটের শাস্তি দাবি করেছিলেন রিকি পন্টিং, মাইকেল ভনরা। তবে এদিন কনস্টাস যেভাবে বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিল তাতে বিরাটের মেজাজ সপ্তমে থাকার কথা। আর সে কারণেই কী মেজাজ হারিয়ে খেসারত দিতে হচ্ছে ভারতের তারকা ব্যাটারকে। ঘটনায় বিরাট কোহলির শাস্তি হবে তা বোঝাই গিয়েছিল।
বক্সিং ডে টেস্টে, মেলবোর্নে একাই সব লাইমলাইট কেড়ে নেয় স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী ক্রিকেটার অভিষেকেই চমকে দিয়েছে। ওপেন করতে নেমেছিলেন কনস্টাস ও উসমান খোয়াজা। জীবনের প্রথম টেস্টে ৬৫ বলে ৬০ রানের ঝকঝকে মারকাটারি ইনিংস খেললেন। আর সে কারণেই কি অস্বিত্ব সংকটে ছিল বিরাটদের! যদিও কনস্টাস বলেন, 'উত্তেজনা এবং আবেগের বশে মাঠে এমন ঘটনা ঘটতেই পারে। এটা ক্রিকেটে স্বাভাবিক। মাঠের লড়াই মাঠেই থাকুক।'
প্রসঙ্গত ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েক পা হাঁটার পরই কনস্টাসের কাঁধের সঙ্গে বিরাটের কাঁধ ধাক্কা লাগে। কনস্টাস কোহলির দিকে ফিরে দাঁড়ান। তাঁকে কিছু বলেন। কোহলিও পালটা কিছু বলতে থাকেন। যদিও আর এক ব্যাটার উসমান খোয়াজা এবং আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টি বেশি এগোয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)