`ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম`, Modi-Sisodia-কে ট্যাগ করে দম ফেললেন Rahul Vohra
করোনার দ্বিতীয় ঢেউয়ে (Covid Second Wave) অকালে ঝরে পড়ল আরও একটা সম্ভাবনা। এই শেষের শেষ কোথায়?
নিজস্ব প্রতিবেদন:'ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম।' করোনার বিরুদ্ধে যুদ্ধে ভেঙে পড়েছিলেন অভিনেতা রাহুল বোহরা (Rahul Vohra)। শেষপর্যন্ত জিততে পারলেন না। রবিবার ফেসবুকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক ও নাট্যকার অরবিন্দ গৌর।
ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় মুখ রাহুল বোহরা (Rahul Vohra)। ফেসবুক, ইউটিউবে তাঁর অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবির গুণগ্রাহী বহু মানুষ। করোনা আক্রান্ত হওয়ার পর ভর্তি হন দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে। বাঁচতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু পারলেন না! 'মৃত্যুবার্তা' আগাম বুঝতে পেরেছিলেন রাহুল। এখনও ফেসবুকে জ্বলজ্বল করছে তাঁর শেষ পোস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে ট্যাগ করে রাহুল বোহরা (Rahul Vohra) লিখেছিলেন,''ভালো চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেতাম। শীঘ্রই জন্ম নেব। ভালো কাজ করব। দম ফুরিয়ে গিয়েছে।''
Main Covid Positive hu. Admit hu. Lagbhag 4 din se but koi recovery nahi. Kya koi aisa hospital hai ? Zaha oxygen bed...
Posted by Irahul Vohra on Monday, 3 May 2021
করোনার দ্বিতীয় ঢেউয়ে (Covid Second Wave) অকালে ঝরে পড়ল আরও একটা সম্ভাবনা। এই শেষের শেষ কোথায়?
আরও পড়ুন- আমি ৭৪ জন শিশুর গর্বিত মা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঋতাভরী চক্রবর্তীর