শ্বাসকষ্ট নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত
বুকে কিছু অস্বস্তি বোধ করার কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
নিজস্ব প্রতিবেদন : হাসপাতালে ভর্তি অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার সন্ধেয়, তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর মেলে। বুকে কিছু অস্বস্তি বোধ করার কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, কোনও কারণে অক্সিজেনের অভাব হওয়ার কারণে এই সমস্যায় ভুগছিলেন ৬১ বছরের অভিনেতা। তাঁর র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছে। তবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সবসময় সঠিক নাও হতে পারে। তাই অভিনেতা কোভিড-১৯-এ আক্রান্ত কিনা তা আরও একবার নিশ্চিত হতে সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়লেন 'বাহুবলী' তারকা, দেখুন বিয়ের প্রথম ছবি ও ভিডিয়ো
যদি অভিনেতাকে নন কোভিড ওয়ার্ডেই রাখা হয়েছে বলে খবর। এই মুহূর্তে তিনি জলিল পার্কারের তত্ত্বাবধানে রয়েছেন। জানা যাচ্ছে চিকিৎসক জলিল পার্কারও গত মাসে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তবে আপাতত সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন তিনি। অভিনেতার শরীরে হঠাৎ করে কীভাবে অক্সিজেনের ঘাটতি হল, তা জানতে আরও বেশকিছু পরীক্ষা করা হবে বলে খবর। তবে আপাতত তিনি ভালো আছেন বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।