নিজস্ব প্রতিবেদন : অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার বর্ষীয়ান অভিনত্রী শাবানা আজমি (Shabana Azmi)। টুইটারে ক্ষোভ উগরে দিলেন শাবানা আজমি (Shabana Azmi)। শুধু তাই নয়, সকলকে সাবধানও করলেন অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী ঘটেছে?


৭০ বছরের বর্ষীয়ান অভিনেত্রী লিখেছেন, ''সাবধান! আমি প্রতারণার শিকার হয়েছি। আমি অ্যালকোহল কেনার জন্য পুরো টাকা অনলাইনে পেমেন্ট করি। তবে তারপরেও জিনিসটা পাই নি। বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন ধরেনি।'' নিজের টুইটে  শাবানা আজমি (Shabana Azmi) প্রতারক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নম্বরও শেয়ার করেছেন।


আরও পড়ুন-''কার সঙ্গে সংসার করছি?'' Soham-কে নিয়ে হতাশ Srabanti! কী হবে 'দুজনে'র সম্পর্ক?



শাবানা আজমির (Shabana Azmi) টুইট দেখে বহু নেটিজেনই পাল্টা টুইটে একই ভাবে প্রতারণার কথা তুলে ধরেছেন। অনেকেই অভিনেত্রীকে সংস্থার বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানানোর অনুরোধ করেছেন। কেউ আবার লিখেছেন, এইরকম বহু সংস্থা নেট দুনিয়ায় ফাঁদ পেতে রয়েছে। 





প্রসঙ্গত, এর আগে অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, করণ সিং গ্রোভার সহ আরও অনেক তারকাই অনলাইনে কেনাকাটার প্রতারণা শিকার হয়েছিলেন।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)