নিজস্ব প্রতিবেদন : এবছর জমিয়ে দোল খেলেছেন টলিপাড়ার প্রায় সব তারকাই। রাজ-শুভশ্রী, শ্রাবন্তী-রোশন, সোহম-তনয়া থেকে শুরু করে প্রায় কেউই বাদ যাননি। এবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সোহম ও তাঁর স্ত্রী তনায়ার দোল খেলার একটি ভিডিয়ো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, রং মাখা অবস্থায় সোহমের কোলের উপর বসে তাঁকে জড়িয়ে ধরছেন তনয়া। তাঁর হাতে রয়েছে খাবারের প্লেট। ক্যামেরার সামনে পোজ দিয়েই সোহম-তনয়া এই ভিডিয়োটি শ্যুট করেছেন। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে 'টলিপ্ল্যানেট বাংলা'র ইনস্টা হ্যান্ডেলে।


আরও পড়ুন-'তেরি আঁখো কা ইয়ো কাজল', হলি পার্টিতে জমিয়ে নাচলেন নুসরত-নিখিল



এদিকে নিজের ইনস্টা হ্যান্ডেলেও স্ত্রী তনয়াকে নিয়ে দোল খেলার বেশকিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা সোহম চক্রবর্তী। 




প্রসঙ্গত, খুব শীঘ্রই রাজ চক্রবর্তীর 'ধর্মযুদ্ধ' ছবিতে জব্বর-এর চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। ২০২০-র ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে শুভশ্রী, সোহম, ঋত্বিত, পার্নো অভিনীত ছবি 'ধর্মযুদ্ধ'।


আরও পড়ুন-সৃজিতের সঙ্গে থাকতে ভারতীয় নাগরিকত্ব নেবেন? মিথিলা বললেন...