`গোয়েন্দা গিন্নি` নন, এবার পেশাদার গোয়েন্দা ইন্দ্রানী হালদার
ওয়েব ডেস্ক : আজকাল দুনিয়া বড়বেশি রহস্যে ভরা। তাই বোধহয় বাড়ছে গোয়েন্দাদের রমরমা। আর এই তালিকায় বাঙালি গোয়েন্দাদের সংখ্যাই বেশি। ফেলুদা, কাকাবাবু, ব্যোমকেশ থেকে শুরু করে কিরীটি, শবর কে নেই সেখানে। পিছিয়ে নেই মহিলারাও। গোয়েন্দাগিরি আবার মহিলাদের স্বভাবসিদ্ধ। তাই এটাকে পেশা হিসাবে নিলে মন্দ কি!
গোয়ন্দাগিরিতে ছোট পর্দায় ইতিমধ্যেই বেশ পসার জমিয়েছেন ইন্দ্রানী হালদার। গোয়েন্দা গিন্নি হয়ে ভালোই নাম কিনেছেন। তাই এটাকে এবার পেশাদার গোয়েন্দার ভূমিকাতেই বড়পর্দায় আসতে চলেছেন তিনি। পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়ের সিনেমা 'দৃশ্যান্তর'-এ একেবারে পেশাদারি গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাঁকে। গিন্নির বেশে নয়, একেবারেই অন্য লুকে।
সিনেমায় এক অভিনেত্রীর খুনের কিনারা করবেন ইন্দ্রানী। যেখানে সন্দেহের তালিকায় রয়েছেন খোদ পরিচালক ও আরও এক অভিনেত্রী। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। এখানে ইন্দ্রানী হালদার ছাড়াও দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও দেবশঙ্কর হালদারের মত কলাকুশলীদের ।
শ্যুটিং-এর ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন ইন্দ্রানী হালদার।