নিজস্ব প্রতিবেদন: জুতো ও জামা কিনে ওয়ারড্রব সাজাতে ভালোবাসেন না এমন মহিলা হয়ত খুব কমই আছেন। বিশেষ করে যিনি তিনি সেলিব্রিটি হন, তাহলে তো কথাই নেই। পেশার কারণেই নানান ধরনের জুতো ও রকমারি পোশাক কিনে থাকেন এদেশের বহু অভিনেত্রীই। বলিউড তো অনেক পরের কথা, টালিগঞ্জের সেলেবরাও এতে কেউ কম যান না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ভিডিও পোস্ট করে থাকেন অভিনেত্রী নুসরত জাহান। তাঁর পোস্ট করা বহু ভিডিও বিভিন্ন সময় ভাইরাল হয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নিজের নানান রকমের জুতোর কালেকশনের একটি ভিডিও বানিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী। ফেসবুকেও পোস্ট করেছেন সেই ভিডিও।


আরও পড়ুন-সোনাক্ষীর বিরুদ্ধে ৩৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, পাঠানো হল নোটিস



আরও পড়ুন-স্ত্রী মীরাকে ছেড়ে কিয়ারা আডবাণীর সঙ্গে পার্কে ঘুরে বেড়াচ্ছেন শাহিদ? ধরা পড়ে গেলেন ক্যামেরায়



শেষবার নুসরতকে দেখা গেছে বিরসা দাশগুপ্তের 'ক্রিসক্রস' ও রাজীব বিশ্বাসের 'নাকাব' ছবিতে। এবছর যশ দাশগুপ্তের বিপরীতে 'সেভেন' ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।


আরও পড়ুন-১০ এর টুইস্টে কামাল, বের হল বলি সেলেবদের আসল রূপ