নিজস্ব প্রতিবেদন : বুদ্ধদেবের দাশগুপ্তের (Buddhadeb Dasgupta) প্রয়াণে চলচ্চিত্র থেকে সাহিত্য জগতে নেমে এসেছে শোকের ছায়া। ইনস্টাগ্রামে পরিচালককে নিয়ে একটি লম্বা পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাওলি (Paoli Dam) লিখেছেন, '' বুদ্ধদেব দাশগুপ্তের তৈরি সিনেমাগুলি সিনেমার থেকেও আরও অনেক বেশিকিছু। তাঁর চলচ্চিত্র নির্মাণ, দর্শন, জীবন, সবকিছুই শিক্ষনীয়। আমার সেই দিনটির কথা ভীষণ মনে পড়ে যখন আমি মিত্রা সিনেমাতে মন্দ মেয়ের উপাখ্যান দেখার জন্য গিয়েছিলাম। আমি এমন অনুভূতি নিয়ে ফিরে এসেছিলাম, যা আমার সঙ্গে দীর্ঘ সময় ছিল। আমি জানতাম ছবিটি অন্যান্য সিনেমার মতো নয়, সেখানে সময়কে তুলে ধরা হয়েছে। আমার মনে হয়, প্রত্যেক ছবিরই এই একই রকম গভীরতা থাকা দরকার, যাতে সিনেমা হল ছেড়ে বের হওয়ার পরও দর্শক মনে দীর্ঘসময় তার ছাপ থাকে।''


পাওলি (Paoli Dam) আরও লিখেছন, ''এবার ২০০৮-এ ফিরে যাই। সেসময় ওই মানুষটির সঙ্গে কাজ করেছিলাম। এটি দুটি পর্বে হয়েছিল এক ধৌলি এবং  দূরদর্শনের জন্য চোলি কে পিছে, যেটা তিনি পরিচালনা করেছিলেন। বুদ্ধদেব দাশগুপ্তর সেটে আমি একজন শিক্ষার্থী ছিলাম। তিনি তাঁর গল্প বলার ক্ষেত্রে কাব্যিক ছিলেন এবং আবার শুটিং চলাকালীন তিনি কঠোর শৃঙ্খলা বজায় রাখতেন। শটগুলির প্রতি তাঁর ভালোবাসা ছিল। তিনি চাইতেন, অভিনেতারাও একই রকম শৃঙ্খলা বজায় রাখুন। আমার ভেবেও ভালো লাগছে যে আমি যথেষ্ট গ্রহণযোগ্য ছিলাম এবং কখনই আমাকে তিরস্কার শুনতে হয়নি। তাঁর সঙ্গে কাজ করা আমার কাছে আলাদারকম অভিজ্ঞতা।... এটি অনন্য ছিল। বলার অপেক্ষা রাখে না যে তাঁর সিনেমা বানানোর পদ্ধতি, ছবির প্রতি গভীর ভালবাসা, আবেগ এবং নৈপুণ্যে আমি অভিভূত।''


আরও পড়ুন-Buddhadeb Dasgupta বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি দিয়েছেন: Rituparna


পাওলির (Paoli Dam) কথায়, ''আমি ভাগ্যবান ছিলাম যে পরবর্তীকালে ওঁর সঙ্গে টোপ ছবিতে কাজ করি। সেসময় কাজ করার অভিজ্ঞতা অবশ্য শুধু শিক্ষার্থী হিসাবে নয়, বন্ধুপূর্ণভাবে তৈরি হয়। আমরা ফিল্ম, শিল্প, জীবন এবং খাবার সম্পর্কে অনেক আলোচনা করেছি। সব বিষয়ে দীর্ঘ আড্ডা দিয়েছিলাম। তাঁর রসবোধ ছিল ভয়ঙ্কর, আর সব বিষয়েই নজর ছিল। টোপ-এর শুটিং  চলাকালীন, তিনি খেয়াল করেছিলেন যে আমি আমার ডায়েট খাবারের বদলে নর্মাল খাবার খেয়েছি। কারণ তিনি জানতেন যে আমি ভালো খাবার খেতে স্বস্তি বোধ করি। এবং তেল মশলাদার খাবার ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্টকর। '' 



পাওলি (Paoli Dam) লিখেছেন, ''আমি বুদ্ধদেব দাশগুপ্তের ছবি দেখে বড় হয়েছি।  তাঁর সঙ্গে কাজ করে কতটা আনন্দ পেয়েছি, তা কেউ ভাবতেও পারবেন না। একজন অভিনেতার কাছে তাঁর সঙ্গে কাজ করাটা আনন্দের। আমি তাঁদের মধ্যে একজন হতে পেরে কৃতজ্ঞ। এটি বিশ্বজুড়ে ভাল সিনেমা প্রেমীদের জন্য একটা বড় ক্ষতি। আপনি সর্বদা স্মরণে থাকবেন… আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা রইল।''


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)