নিজস্ব প্রতিবেদন : ​সবে সবে মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে যুবানের ছবি হাসপাতালে থেকেই শেয়ার করেন রাজ চক্রবর্তী। ছোট্ট সদস্যর আগমনের খবর প্রকাশ্যে আসতেই রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। যুবানের জন্মের পর থেকেই ক্রমাগত খুদে তারকা হয়ে উঠতে শুরু করেছে টলিউডের পাওয়ার কাপলের ছেলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে ছেলের জন্মের পর এবার পুরনো ছবি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে মাতৃত্বকালীন সময়ের ফটোশুট করতে দেখা যায় শুভশ্রীকে।


দেখুন...


 



ছবিতে শুভশ্রীর আগের রূপ এবং অন্তঃসত্ত্বাকালীন অবস্থার ছবি একসঙ্গে কোলাজের মাধ্যমে তুলে ধরেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করেন রাজ-ঘরণী। শুভশ্রীর ওই ছবি দেখেও তাঁকে ভালবাসা জানাতে শুরু করেন অনুগামীরা।


অন্যদিকে রাজ-শুভশ্রীর ছেলে যুবানকে সম্প্রতি উপহার পাঠান মিমি চক্রবর্তী। রাজের প্রাক্তন ভালবাসার মানুষের উপহার দেখে শুভশ্রীর ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, শুভশ্রীর ফ্ল্যান ক্লাবের তরফেও শেয়ার করা হয় সেই ছবি।