নিজস্ব প্রতিবেদন: ​পরনে লাল, হলুদ শাড়ি। সেই সঙ্গে ফুলের সাজ। বিয়ের কনের গায়ে হলুদের সাজ সেজে নাচতে দেখা গেল অভিনেত্রী তৃণা সাহাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি টলিউড জুড়ে বিয়ের মরশুম শুরু হয়েছে। শোনা যাচ্ছে, নীল ভট্টাচার্যের সঙ্গে এবার গাঁটছড়া বাঁধবেন তৃণাও। সেই কলেজ জীবনের প্রেমকে এবার আইনি স্বীকৃতি দিতে চাইছেন টেলিভিশনের এই তারকা জুটি। শোনা যাচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই বিয়ে করবেন নীল-তৃণা। বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন দুই পরিবারের সদস্যরাও। নীল-তৃণার বিয়ে নিয়ে যখন সাজো সাজো রব চলছে, সেই সময় অভিনেত্রী কেন গায়ে হলুদের সাজে সেজে উঠলেন! 


আরও পড়ুন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গর্ভপাতের অভিযোগ, পুলিসের দ্বারস্থ অভিনেত্রী


ভিডিয়োটি লক্ষ্য করলে বুঝতে পারবেন, তণা যে ধারাবাহিকে অভিনয় করেন, সেই সেটেই তিনি গায়ে হলুদের সাজে সেজে উঠেছেন। ধারাবাহিকের সেটেই নাচতে দেখা যাচ্ছে তৃণাকে। ধারাবাহিকের সহঅভিনেত্রীদের সঙ্গেই নাচতে দেখা যায় তৃণাকে। 


দেখুন...


 



নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তৃণা যখন ওই ভিডিয়ো শেয়ার করেন, তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।