নিজস্ব প্রতিবেদন: ২১ শতকে দাঁড়িয়েও বর্ণবৈষ্যমের শিকার হতে হয় মানুষকে। বিশেষ করে অভিনয় জগতের সঙ্গে যুক্ত মানুষদের তো বটেই। কিছুদিন আগেই গায়ের রঙ নিয়ে সোশ্যাল মিডিয়ার নীতিপুলিসির সামনাসামনি হতে হয়েছে টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাসকে। পুলিসে অভিযোগ দায়ের করেন তিনি। এবার এই বিষয়েই মুখ খুললেন অভিনেত্রী তুহিনা দাস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফেসবুকে বর্ণবৈষ্যমের বিরুদ্ধে কথা বললেন ঘরে বাইরে আজ অভিনেত্রী। লিখলেন,'' আমি ভাগ্যবান এমন সব মানুষের সঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত কাজ করেছি যেখানে যাঁদের কারণে জীবনের অন্ধকার দিকটা সবসময় সাম্য বজায় থেকেছে। যতটা না খারাপ মানুষ দেখেছি তার থেকে অনেক গুণ বেশি ভাল মানুষের সান্নিধ্যে এসেছি। আর সোশ্যাল মিডিয়ায় মুখোশের আড়ালে থেকে যাঁরা সেক্সিস্ট, মিসোজিনিস্ট ও রেসিস্ট কমেন্ট করেন তাদের পাল্টা দেওয়াটা কখনও কখনও ঠিক। আমাদের কাজ আপনাদের বিনোদন দেওয়া। আপনাদের কাছ থেকে অযাচিত বাজে কমেন্ট গ্রহণ করাটা নয়। তাই যা লিখে ফেলছেন তা মোছা সম্ভব নয়। আবার বলার আগে ও লক্ষ্য ঠিক করার আগে দয়া করে ঠিক শব্দ চয়ন করুন।''



আরও পড়ুন, ''এটা বন্ধ হওয়া দরকার'', Shruti-র উপর আক্রমণে গর্জে উঠলেন Sreela, Leena, Anindita


প্রসঙ্গত, কটুক্তি নিয়ে পুলিসের দারস্থ হওয়ার পর শ্রুতি দাস বলেছিলেন, ''সবাইকে এটা বুঝতে হবে আমরা public entertainer। আমরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকি শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরির জন্য। আমরা যে সিরিয়াল বা সিনেমা করছি, তাঁর সঙ্গে মানুষ যাতে আরও বেশি করে সংযোগ স্থাপন করতে পারে, সেটা ভেবেই সোশ্যাল মিডিয়ায় থাকা। তার অর্থ এই নয়, শিল্পীরা সহজলভ্য বস্তু।''