জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আদিপুরুষের অপেক্ষা মুক্তিতে আর কিছুঘন্টার । ফ্য়ানেরা খুবই উত্তেজিত ছবিটি দেখার জন্য। তবে ইতোমধ্যেই বক্সঅফিসে এল ঝড়। প্রায় ৪.৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে এই মূহুর্তে। ছবির আগাম লাভ নিয়ে এখন থেকেই আশায় বুক বাঁধছে ছবির পরিচালক, প্রযোজক সহ গোটা টিম।  তবে এবার ছবির প্রচারে অভিনব পথ নিল ছবির প্রযোজনা সংস্থা। টিজার এবং ট্রেলার লঞ্চ ইভেন্ট ছাড়া কোনও রকম প্রোমোশনের পথেই হাটেনি প্রযোজনা সংস্থা। এইসবের মাঝে দর্শকদের সামনে আসে আরও এক খুশির খবর। জানা গিয়েছে, প্রায় ১.৫ লক্ষ টিকিট বিনামূল্য়ে পাওয়া যাবে । 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Ashish Vidyarthi: সিঙ্গাপুরে হানিমুনে আশিস বিদ্যার্থী! স্ত্রী রূপালীর সঙ্গে ছবি পোস্ট অভিনেতার...


সবার প্রথম দ্য কাশ্মীর ফাইলস এবং কার্তিকেয়া ২ এর প্রযোজক অভিষেক আগরওয়াল এই ছবির ১০,০০ টি টিকিট বিনামূল্যে সরকারি স্কুল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর এই সিদ্ধান্ত তিনি ট্যুইট করে জানান। তিনি লেখেন, 'আদিপুরুষ ছবিটি সবার জন্য। ভগবান শ্রী রামের প্রতি আমার ভক্তি থেকে, আমি তেলেঙ্গানা জুড়ে সরকারি স্কুল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে বিনামূল্যে ১০,০০টি টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। টিকিট পাওয়ার জন্য আপনার বিশদ বিবরণ সহ গুগল ফর্মটি পূরণ করুন।'


এক রিপোর্টের মাধ্যমে জানা যায়, বলিউডের দুই স্টার তারকা রণবীর কাপুর এবং রাম চরণ দর্শকের জন্য ১০,০০ টি করে টিকিট দান করেছেন। সেখানেই শেষ নয়। শ্রেয়াস মিডিয়া, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তেলেঙ্গানার খাম্মামের সমস্ত রামের মন্দিরে ১০১ টি টিকিট দান করার প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি মনোজ মাঞ্চু বিভিন্ন অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য ২৫০০ টি টিকিট দান করবেন।


রিপোর্ট থেকে জানা গিয়েছে, সারা দেশে প্রায় ১.৫ লক্ষ টিকিট দর্শকদের মধ্যে বিতরণ করা হবে। এর পরিমাণ প্রায় ৩-৩.৫ কোটি টাকা। অনেক কর্পোরেট এই ছবির জন্য একসঙ্গে অনেক টিকিট প্রি বুক করে রেখেছে। ছবির রিলিজের আগেই ব্যবসার ঢাকে কাঠি পড়ে গেছে। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন,'ছবির পুরো টিম কোনোভাবেই কোনো প্রচারে যায়নি। শুধুমাত্র সাক্ষাৎকার দিয়েছেন। বিতর্কে না জড়ানোর জন্য তারা তাদের এড়িয়ে যেতে পারত। কিন্তু, এই বিনামূল্যের টিকিট-প্রচারণা নিশ্চয়ই তাদের পক্ষে কাজ করেছে। যদিও কয়টি টিকিট বিক্রি হয়েছে তা ট্র্যাক করা কঠিন।'


আরও পড়ুন: Adipurush: মুক্তির আগেই বক্সঅফিসে সুনামি, ৪.৭ লক্ষ টিকিট বিক্রি ‘আদিপুরুষ’-এর...


এই ছবিটি পরিচালকের মনের খুব কাছের কারণ তিনি হনুমানজীর ভক্ত। এমনকি ট্রেলার মুক্তির দিন তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। পরিচালক প্রত্য়েক প্রযোজক এবং ডিসট্রিবিউটারদের কাছে একটি আর্জি জানান যে, প্রত্যেক সিনেমাহলে একটি করে সিট ভগবান হনুমানের জন্য উৎসর্গ করা হোক। তিনি বলেন, "যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসকে সম্মান করে, এই ছবিটির জন্য সিনেমাহলে একটি সিট বিক্রি না করে ভগবান হনুমানের জন্য রাখা থাকবে। রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত হনুমানকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ইতিহাস এই ছবির মাধ্যমে শুনুন।'  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)