Lata Mangeshkar-কে অপমান, উচিত শিক্ষা দিলেন Adnan Sami
সুর সম্রাজ্ঞীকে অপমানের কড়া জবাব দিলেন আদনান সামি, বিবেক অগ্নিহোত্রী।
নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় তারকাদের আক্রমণ, বিদ্রুপ, এ আর নতুন কী! তবে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)-এর মত ব্যক্তিত্বকেও এমন আক্রমণের শিকার হতে হবে, তা হয়ত অনেকেই আশা করেননি। সুর সম্রাজ্ঞীকে অপমানের কড়া জবাব দিলেন আদনান সামি, বিবেক অগ্নিহোত্রী। ছেড়ে কথা বললেন না নেটিজেনদের একাংশ।
ঠিক কী ঘটেছে?
'কাবেরী' নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, ''লতা মঙ্গেশকরের কণ্ঠ অসাধারণ, একথা ভারতীয়দের মগজ-ধোলাই করে বোঝানো হয়।'' এমন টুইট দেখেই বেজায় চটেন আদনান সামি। কড়া জবাবে লেখেন, ''বাঁদর আর আদার স্বাদ বুঝবে কী করে!... নিজেকে বোকা প্রমাণ করার থেকে চুপ থাকা অনেক ভালো।'' একইভাবে কড়া প্রতিক্রিয়া দেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি লেখেন, ''আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, লতা মঙ্গেশকরের সমালোচকরা পরের জন্মে আমাদের মত মানুষ হয়ে জন্মান, যাতে তাঁরা সৌন্দর্য ও স্বর্গীয় অনুভূতির অনুভব করতে পারেন।'' আরও একটি টুইটে বিবেক অগ্নিহোত্রী লেখেন, ''সরস্বতীকে বিশ্বাস করার আমার অন্যতম কারণ, লতা মঙ্গেশকর। আর আমি শয়তানে বিশ্বাস করি কারণ হল এই সমালোচকরা।''
আরও পড়ুন-ফের Uttam Kumar-এর বাড়িতে বিয়ের আসর, বিয়ে করছেন Tarun Kumar-এর নাতি
তবে শুধু আদনান সামি, বিবেক অগ্নিহোত্রী নন, লত মঙ্গেশকরকে এমন অপমানের কড়া জবাব দিয়েছেন নেটিজেনদের অনেকেই।
আরও পড়ুন-অজয়ের সঙ্গে মেয়ের বিয়েতে মত ছিল না, Kajol-এর সঙ্গে ৪ দিন কথা বলেননি Shomu Mukherjee