নিজস্ব প্রতিবেদন : মাদক চক্রে নাম জড়ানোর অভিযোগে শুক্রবার এনসিবির দফতরে হাজির হন বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী। বি টাউনের ওই অভিনেত্রীর পাশাপাশি করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষীতিশ রবি প্রসাদকেও এনসিবির দফতরে হাজির হতে দেখা যায়। তবে এনসিবির দফতরে হাজির হওয়ার সময় মুখ ঢেকে ফেলেন ক্ষীতিশ প্রসাদ। সংবাদমাধ্যমের তরফে তাঁকে একের পর এক প্রশ্ন করা হলেও, এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি করণ জোহরের সংস্থার ডিরেক্টরকে। ক্ষীতিশ প্রসাদের পর কি এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে করণ জোহরের ডাক পড়বে! এমন প্রশ্নই উঠতে শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ​'মাই লিভিং ডল', ছোট্ট যুবানকে আদরে ভরিয়ে দিলেন শুভশ্রী, ভাইরাল ছবি


প্রসঙ্গত, শুক্রবার সকালে ক্ষীতিশ প্রসাদের বাড়িতে তল্লাসি চালায় এনসিবি। ভরসোভার ওয়েস্টার্ন হাইস্টে তল্লাসি চালিয়ে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় করণের সংস্থার ডিরেক্টরকে।


আরও পড়ুন : উদ্বেগ, আতঙ্কে ভোগেন দীপিকা, NCB অফিসের পাশে থাকতে চেয়ে আবেদন রণবীরের


এদিকে মাদক চক্রে দীপিকা পাড়ুকোন, সারা আলি খানদের নাম জড়ানোর পর আরও বেশ কয়েকজন প্রথম সারির সেলেব এনসিবির নজরে রয়েছেন বলে খবর। এই মুহূর্তে বি টাউনের প্রায় ৩৯ জনের নাম এনসিবির তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে। তবে তাঁরা কারা, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।


সূত্রের খবর, শুক্রবার মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাসি শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। টেলিভিশন তারকা সনম জোহর এবং অবিগল পান্ডের বাড়িতেও শুরু হবে তল্লাসি।