নিজস্ব প্রতিবেদন: দীপিকার পর এবার মাদাম তুসোর জাদুঘরে অমর হতে চলেছেন শাহিদ কাপুর। সেখানে রাখা হবে শাহিদের মোমের মূর্তি। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়েছে বলে নিজেই ভক্তদের জানিয়েছেন শাহিদ। শুরু হয়েছে শাহিদের শরীরের নানান অঙ্গ-প্রত্যঙ্গের মাপঝোক নেওয়ার কাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চোখের মাপ নেওয়ার সময়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন 'পদ্মাবত' অভিনেতা। তিনি “Keep an eye out. Coming soon.” ক্যাপশানে লিখেছেন,  যদিও  দিল্লিতে নাকি লন্ডনের, ঠিক কোন মাদাম তুসোর জাদুঘরে শাহিদের মূর্তি রাখা হবে সেবিষয়টা এখনও স্পষ্ট নয়।



দিল্লির মাদাম তুসোর জাদুঘরে শাহরুখ খান, আশা ভোঁসলে, বিরাট কোহলি সহ একাধিক জনের মোমের মূ্তি রাখা আছে। পাশাপাশি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরেও রয়েছে, করিনা, শাহরুখ, প্রিয়াঙ্গা, অমিতাভ বচ্চন সহ একাধিক জনের মোমের মূর্তি।


আরও পড়ুন- মহানায়কের ৩৮ তম প্রয়াণ দিবসে নন্দনে শুরু উত্তম চলচ্চিত্র উৎসব


পাশাপাশি সিঙ্গাপুরের মাদাম তুসোর জাদুঘরে রয়েছে অনুষ্কা শর্মার মোমের মূর্তি। করণ জোহর, দিলজিৎ দোসাঞ্জ-এর মোমের মূর্তিও মাদাম তুসোয় রাখা হবে বলেও তাঁরা জানিয়েছেন।