কেদারনাথের সাফল্যের পর পুজোর প্রসাদ বিতরণ করলেন সারা
তবে শুধু অমৃতাই নন, মেয়ের সাফল্যে গর্বিত সইফ আলি খানও।
নিজস্ব প্রতিবেদন : অমৃতা সিং প্রায় একা হাতেই মানুষ করেছেন সারাকে। মায়ের সেই স্বপ্ন পূরণ করেছেন সারা। ডেবিউ ছবিতেই সাফল্য। 'কেদারনাথ' যাঁরা দেখে ফেলেছেন তাঁরা প্রায় সকলেই সইফ-অমৃতা কন্যা সারা আলি খানের প্রশংসায় পঞ্চমুখ। তবে শুধু অমৃতাই নন, মেয়ের সাফল্যে গর্বিত সইফ আলি খানও।
'কেদারনাথ'-এর সাফল্যে মা অমৃতা কতটা খুশি সেকথা জানাতে গিয়ে সারা বলেছেন, ''যখন আমি দিল্লিতে ছবির প্রমোশনে ব্যস্ত, তখন মা (অমৃতা সিং) ক্রমাগত আমায় স্ক্রিন সিনেমার সমস্ত রিভিউয়ের স্ক্রিনশট নিয়ে নিয়ে পাঠাচ্ছিলেন। যেখানে যেখানে আমার সম্পর্কে ভালো ভালো কথা লেখা হয়েছে সবই পাঠিয়েছেন মা (অমৃতা সিং) এতেই বোঝা যায় মা (অমৃতা সিং) কতটা খুশি ''
আরও পড়ুন-হিরে ব্যবসায়ী খুনে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ 'গোপী বহু' খ্য়াত দেবলীনাকে
সারার কথায়, শুধু মা অমৃতাই নয়, সারার সাফল্যে ভীষণ খুশি বাবা সইফও। কেদারনাথ অভিনেত্রী বলেন, ''আমার মনে হয়, আমাকে নিয়ে বাবারও বেশ গর্ব হচ্ছে, কারণ অনেকেই আমার প্রশংসা করে, আমার পারফরম্যান্সের কথা বলে বাবাকে মেসেজ করছেন। যদিও আমার ক্ষেত্রে 'নেপোটিজম' বিতর্ক এসে পড়বে। তবে মানুষ যে আমার অভিনয় পছন্দ করছেন তাতেই আমি খুশি।''
প্রসঙ্গত, 'কেদারনাথ'-এর সফল্যে খুশি হয়ে সারা এদিন মুম্বইয়ের জুহুর এক মন্দিরে পুজো দিয়ে স্থানীয়দের মধ্যে প্রসাদ বিতরণ করেন। সেই ভিডিও উঠে আসা পাপারাৎজির ক্যামেরায়।
আরও পড়ুন-ইশা-আনন্দের সঙ্গীত: প্রিয়াঙ্কা-নিকের সামনেই গৌরীর সঙ্গে নাচলেন শাহরুখ, দেখুন কী ঘটল...
প্রসঙ্গত, সারা আলি খানের ছবি প্রথম দিনেই ৭ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিনে এই ব্যবসা ছাড়িয়েছে ৯ কোটিরও বেশ। সব মিলিয়ে কেদারনাথ মাত্র দু দিনেই ১৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
আরও পড়ুন-স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় মেডেল পেয়েও কেঁদে ভাসাল তৈমুর