Aindrila Sharma, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ঐন্দ্রিলা শর্মা আজ আর নেই। তবে শারীরিকভাবে তাঁর উপস্থিতি না থাকলেও প্রিয়জনদের কাছে, তাঁদের হৃদয়ে  এখনও একই রকম রয়ে গিয়েছেন অভিনেত্রী। সেই ছোট্ট বোনের হাত ধরেই আগের মতো পথ চলছেন দিদি ঐশ্বর্য। ঐন্দ্রিলার স্মৃতিতেই বুঁদ তাঁর পরিবার। বুধবার, সেই ছোট্ট বোনের স্মৃতি হাতড়েই তাঁর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন ঐশ্বর্য। কী আছে সেই চিঠিতে?  সেখানে রয়েছে ছোট্ট বুনুর জন্য দিদির অপেক্ষার কথা...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পারিবারিক একটি অনুষ্ঠানে তোলা ছবি শেয়ার করে ঐশ্বর্য শর্মা লিখেছেন, 'অনেকদিন তো হলো ,এবার তাড়াতাড়ি চলে আই বুনু। তুই ছাড়া আমি যে পঙ্গু। কে আমাকে সাজিয়ে দেবে বলতো? কে আমার ছবি তুলে দেবে? কে না বলা মনের কথা গুলো আমার মুখ দেখে বুঝে যাবে? কে Aladdin এর আশ্চর্য্য প্রদীপ এর মতো আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করবে?কার সাথে আমি ঘুরতে যাবো? কার সাথে পার্টি করবো? কার সাথে আমি সারারাত জেগে সিনেমা দেখবো গল্প করবো? কে আমাকে সঠিক পরামর্শ দেবে? আমাদের এখনো কত প্ল্যান্স বাকি আছে বলতো? কে আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসবে? কে আমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়বে, আমাকে আগলে রাখবে? আমার যে তুই ছাড়া র কোনো best friend নেই। তুই যে আমার জীবনীশক্তি। এই ২৪ বছর এ আমি যে নিজে থেকে কিছুই করতে শিখিনি বুনু। আমি জানি তুই সাবলম্বী কিন্তু তোর দিদিভাই যে তোকে ছাড়া খুব অসহায়।  তাড়াতাড়ি আমার কাছে চলে আই বুনু। অপেক্ষায় রইলাম'


আরও পড়ুন-খেলা যখন-এ মিমির খেলা হবে! বোদ্ধাদের একহাত অরিন্দমের...



আরও পড়ুন-হাসপাতালে অভিনেতা বিক্রম গোখলে, পরিস্থিতি সংকটজনক


প্রসঙ্গত, ২ বার ক্যানসার জয় করে ফিরে আসার পর ১ নভেম্বর রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। টানা ২০ দিন ধরে লড়াই চালিয়ে গিয়েছেন, তবে সব চেষ্টা ব্যর্থ করে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার সকালে পর পর বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। চিকিৎসকরা সিপিআর দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর এবার চিকিৎসকদের চেষ্টায় সাড়া দেননি 'ফাইটার' ঐন্দ্রিলা। এদিকে বোনের মৃত্যুর পর নিজের ফেসবুকের ডিপি বদলে বোনের সঙ্গে ছোটবেলার একটি ছবি লাগিয়েছেন ঐশ্বর্য। ক্য়াপশানে লেখা, 'আমার ছোট্ট বুনু..এইভাবেই সারাজীবন দুজন দুজনের হাত ধরে বেঁচে ছিলাম আছি এবং থাকবো...'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)