নাতনি Aaradhya-কে নিয়ে নতুন সঙ্গীতের সৃষ্টিতে Amitabh Bachchan, সাক্ষী ঐশ্বর্য-অভিষেক
বর্ষশেষে গোটা বলিউড যখন ছুটি কাটাতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখন বচ্চন পরিবারকে দেখা গেল রেকর্ডিং স্টুডিয়োতে।
নিজস্ব প্রতিবেদন : তাঁর বয়স ৭৮, আর নাতনির বয়স মাত্র ৯। ছোট্ট নাতনির সঙ্গে জুটি বেঁধেই সঙ্গীত সৃষ্টিতে ডুব দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সুরের মূর্ছনায় ডুব দিয়েই নতুন বছরকে স্বাগত জানাতে চলেছে 'বচ্চন পরিবার'। বর্ষশেষে গোটা বলিউড যখন ছুটি কাটাতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখন বচ্চন পরিবারকে দেখা গেল রেকর্ডিং স্টুডিয়োতে।
রেকর্ডিং স্টুডিয়োতে নাতনির সঙ্গে একটি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিগ বি নিজেই। ক্যাপশানে লিখেছেন, ''যখন দাদু নাতনি স্টুডিওতে মাইকের সামনে সঙ্গীতের সৃষ্টিতে ব্যস্ত।'' সঙ্গে বেশকিছু হার্ট ইমোজি।
আরও পড়ুন-২০২০র শেষ, ২০২১ এ পা রাখার মুহূর্তে ফিরে দেখা বাংলা বিনোদনের দুনিয়া
বিগ বি-র শেয়ার করা এই ছবি ইতিমধ্যেই অনুরাগীদের কৌতুহলী করে তুলেছে। সকলেই বচ্চন পরিবারের নতুন সঙ্গীত শোনার অপেক্ষায়। এক অনুরাগী লিখেছেন, ''পরিবারের সঙ্গে মিলে আপনার তৈরি গান সবসময়ের জন্যই সেরা। আশা রাখব, আপনি আপানার কাজ আমাদের সঙ্গে ভাগ করে নেবেন।'' আরও একজন লিখেছেন, ''পরিবারের সঙ্গে তৈরি আপনাদের মিউজিক ভিডিয়ো দেখার অপেক্ষায় থাকলাম।''
আরও পড়ুন-শীতে নতুন স্টাইল স্টেটমেন্ট, ফের চর্চায় Suhana Khan