ওয়েব ডেস্ক: লাল গালিচায় ঐশ্বর্যের বেগুনী ঠোঁট নজর কেড়েছিল গোটা দুনিয়ার। পেজ থ্রিতে বিতর্ক থেকে বিদ্রুপ, আবার সাহসী তকমাও জুটেছে মিসেস রাই বচ্চনের। এবার তিনি ফের শিরোনামে তাঁর পোশাক পছন্দ নিয়ে। ভীষণ গরম, তাই ঐশ্বর্য বেছে নিয়েছেন ফ্লোরাল প্রিন্ট। ঐশ্বর্যকে দেখতে কেমন লাগছে এই বেশভূষায়? দেখুন ছবি- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ফিল্ম ফেয়ারের কভারে ঐশ্বর্যকে দেখে অনেকের চোখেই স্নিগ্ধতার পরশ। হট কিংবা সেক্সি নয়, ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, ফ্লোরাল প্রিন্টে ঐশ্বর্যকে লাগছে 'অন্যরকম'। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে নিজের স্টাইল হিসেবে ফ্লোরাল প্রিন্টেড জাম শ্যুটকে বেছে নিয়েছেন বলিউড ডিভা।