নিজস্ব প্রতিবেদন: গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অজয় দেবগণের বাবা তথা চিত্র পরিচালক, অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণের। তাঁর আকষ্মিক এই প্রয়াণে ভেঙে পড়ে গোটা দেবগণ পরিবার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ, বৃহস্পতিবার ছিল দেবগণ পরিবারের তরফে  বীরু দেবগণের উদ্দেশ্যে বিশেষ শোকজ্ঞাপন অনুষ্ঠান রাখা হয়। যে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অজয় দেবগণ কন্যা নাইসাকে। সেসময় মেয়েকে সামলান অজয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। এদিকে বীরু দেবগণের মৃত্যুর ঠিক পর কান্নায় ভেঙে পড়তে দেখা যায় কাজলকেও। জানা যায় দাদু বীরু দেবগণ নাতি-নাতনি নাইসা ও যুগের ভীষণই কাছের ছিলেন।


আরও পড়ুন-শেষযাত্রায় বীরু দেবগণ, ঐশ্বর্য জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন কাজল




এদিকে বীরু দেবগণের শোকজ্ঞাপন অনুষ্ঠানে হাজির ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, করিনা কাপুর সহ বলিউডের অনেক সেলেবরাই। এদিনের অনুষ্ঠানে অজয় ও কাজলের হাত ধরে আসতে দেখা যায় বীরু দেবগণের স্ত্রী তথা অজয় দেবগণের মা বীণা দেবগণকে।


আরও পড়ুন-ডাইভার্টিকিউলিটিস আক্রান্ত তনুজা, অস্ত্রপচার করাতে হল অভিনেত্রীকে 


 


 



 


 








এদিকে বীরু দেবগণের মৃত্যুর ঠিক একদিন পরেই নাইসাকে বিউটি পার্লার থেকে বের হতে দেখার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁকে নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। যদিও ছবিটি পুরনো ছবি বলেও মন্তব্য করেছিলেন অনেকে।


আরও পড়ুন-দাদুর মৃত্যুর পরদিনই হাজির বিউটি পার্লারে, সোশ্যাল মিডিয়ায় আক্রমণ অজয় কন্যাকে