ওয়েব ডেস্ক : গল্পটা ৭-এর দশকের। ‌সেসময় স্বাধীন ভারতের সরকার বিভিন্ন রাজপরিবারের হাতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। তখনই রাজস্থানের এক রাজবাড়ি থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট, ছিল আরও অনেক গুপ্তধনও। তবে নিজের সাম্রাজ্যের সম্পত্তি ছেড়ে দিতে নারাজ জয়পুরের রানি গীতাঞ্জলী (ইলিয়ানা ডি-ক্রুজ)। রানির এই সম্পত্তি ফিরিয়ে আনার ভার পরে ভবানীর উপর (অজয় দেবগন)। তাঁর এই মিশনে সঙ্গী হন ইমরান হাশমি, এষা গুপ্তা, সঞ্জয় মিশ্রা। তারা কীভাবে দিল্লির পথে ‌যাওয়া সোনার বিস্কুট ভর্তি ট্রাক হাইজ্যাক করার পরিকল্পনা করে, সেটাই তুলে ধরা হয়েছে অ্যাকশনে ভরপুর ফিল্ম 'বাদশাহো'-র গল্পে। সোমবার মুক্তি পেয়েছে 'বাদশাহো'-র থিয়েট্রিক্যাল ট্রেলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অ্যাকশন, ড্রামা, রোম্যান্স, সাসপেন্স সব কিছু নিয়েই ফিল্মে ভারসাম্য রক্ষা করেছেন পরিচালক মিলন লুথরিয়া।


জানা গিয়েছে, ৪৮ বছর বয়সেও 'বাদশাহো'-তে নিজের স্টান্ট নিজেই করেছেন অজয় দেবগণ। তারজন্য তিনি নাকি আলাদা করে ট্রেনিংও নিয়েছেন। বহুদিন বাদে অ্যাকশনের ফিরেছেন ইমরান হাশমিও। এষা, ইলিয়ানাও দুই নায়ককে ‌যোগ্য সঙ্গত করেছেন। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'বাদশাহো'। (আরও পড়ুন- গুরুতর অসুস্থ আমির খান, কী হল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর?)