জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো : প্রথম সপ্তাহে ৫৯.৬৮ কোটি টাকা আয় করার পরে, অজয় ​​দেবগন-টাব্বুর অ্যাকশন থ্রিলার ছবি 'ভোলা' দর্শকদের মন জয় করে চলেছে। শুক্রবার ফিল্মটি ৩.৬০ কোটি  টাকা আয় করেছে এবং  শনিবার ৪.২৫ কোটি  টাকা আয় করেছে, আর ১০ ​​দিনে মোট ৬৭.৫৩ কোটি টাকা আয় করেছে । 'ভোলা' ছবিটি ইতোমধ্য়েই একটি বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ৷ তামিল হিট কাইথির রিমেক, লোকেশ কানাগরাজ পরিচালিত ছবিটি 3D এবং 2D তে মুক্তি পেয়েছিল। সমালোচকদের প্রশংসা কুড়োনোর পর অষ্টম দিনেও ভালোই ব্যবসা করছে এই ছবি ৷ ২০২৩ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্য়ে 'পাঠান' এবং 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর পর সবচেয়ে বেশি টাকা আয় করেছে অজয়ের 'ভোলা' ছবিটি ৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

       আরও পড়ুন : Debojyoti Mishra: এবার বাংলা ক্যালেন্ডারে অঙ্কনশিল্পী দেবজ্যোতি মিশ্র… 


'পাঠান' শুধু ভারতেই সব মিলিয়ে আয় করেছে ৫০০ কোটিরও বেশি আর অন্য়দিকে 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর আয় প্রায় ১৩০ কোটি টাকা ৷ ভোলা যেদিন মুক্তি পেয়েছিল সেইদিন অর্থাৎ ৩০ মার্চ ছিল ছুটির দিন, সেদিন  ছবিটি  ১১.২ কোটি টাকা আয় করেছে। এই মাসের শেষের দিকে অজয়  ​​দেবগনের এই ছবি অবশ্য বক্স অফিসে আসল লড়াইয়ে পড়তে চলেছে  ৷ কারণ এই মাসের শেষে অর্থাৎ ২১ এপ্রিল বক্স অফিসে রিলিজ করতে চলেছে সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷


২০০৮ সালের রোমান্টিক ছবি 'ইউ মি অউর হাম' পরিচালনায করেছিলেন অজয় দেবগণ। যেখানে তিনি তাঁর স্ত্রী কাজলের সঙ্গে অভিনয় করেছিলেন। ঠিক আট বছর পর ২০১৬ সালে একটি অ্যাকশন-থ্রিলার পরিচালনা করেন, ছবিটির নাম 'শিবায়', আবার ছয় বছর পর ২০২২ সালে রানওয়ে ৩৪ পরিচালনা করেন অজয় । কিন্তু এই ছবিগুলির কোনওটিই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। তবে তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'ভোলা' মানুষের মন ছুঁয়ে গিয়েছে। এর আগে দারুণ সাফল্য় পেয়েছিল অজয় অভিনীত দৃশ্য়ম ২ ছবিটি ৷ গতবছর মুক্তি পাওয়া এই ছবি প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই ঢুকে পড়েছিল ১০০ কোটির ক্লাবে ৷ দৃশ্য়ম ২ ছবিটিও 'ভোলা'-র মতোই রিমেক ছিল ৷ তবে বক্স অফিসে তার জন্য আয়ে কোনও প্রভাব পড়েনি ৷ অন্যদিকে 'ভোলা'-র বক্স অফিস কালেকশন এখনও পর্যন্ত বেশ আশাপ্রদ ৷


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src=https://zeenews.india.com/bengali/live-tv/embed?autoplay=1&mute=1  width="100%"></iframe>