জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : আয়কর বিভাগের তরফে আরও একবার শংসাপত্র পেলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তিনিই হলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ আয়কর (Income Tax) প্রদানকারী তারকা। তবে এটা প্রথম নয়, গত পাঁচ বছর ধরেই সর্বোচ্চ আয়কর প্রদানকারী তারকা হিসাবে তকমা পেয়েছেন আক্কি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মুহূর্তে তিনু দেশাইয়ের সঙ্গে একটি ছবির শ্যুটিংয়ে ইউরোপে রয়েছেন অক্ষয় কুমার। তাই আয়কর দফতরের তরফে শংসাপত্র গ্রহণ করেন অভিনেতার টিমের সদস্যরা। যেটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই মুহূর্তে অক্ষয়ের হাতে রয়েছে সর্বোচ্চ সংখ্যক ছবি। বিজ্ঞাপন জগতেও তিনি রাজত্ব করছেন। সব মিলিয়ে অক্ষয়ের আয়ও বলিউডের বহু তারকার থেকেই অনেক বেশি। 


আরও পড়ুন-অর্পিতার অভিনয় জীবন ঠিক কেমন?



শেষবার 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিতে মানুষী চিল্লারের বিপরীতে অভিনয় করেন অক্ষয় কুমার। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এছাড়াও সাম্প্রতিক 'রামসেতু', 'রক্ষা বন্ধন', 'সেলফি', 'ওহ মাই গড-২' ছবিতেও দেখা গেছে। কিছুদিন আগে কফি উইথ করণ-এর সিজন ৭এ হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)