Akshay Kumar, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ফের 'রাম সেতু' নিয়ে আইনি জটিলতায় অক্ষয় কুমার। অক্ষয় এবং 'রাম সেতু' টিমকে আইনি চিঠি পাঠালেন বিজেপি নেতা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ছবিতে প্রকৃত সত্য বিকৃত করার অভিযোগ উঠেছে 'রাম সেতু' টিমের বিরুদ্ধে। অক্ষয় ছাড়াও এই ছবির সঙ্গে যুক্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, নুরসত ভারুচার কাছেও আইনি চিঠি পৌঁছেছে বলে খবর।সুব্রহ্মণ্যম স্বামীর কথায়, আমি অক্ষয় এবং 'রাম সেতু' টিমের সদস্যদের 'ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস' (Intellectual property rights) সম্পর্কে শিক্ষা দিতে চাই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, রবিবারই অক্ষয় এবং 'রাম সেতু' টিমের অন্যান্যদের কাছে সুব্রহ্মণ্যম স্বামীর আইনি চিঠি পৌঁছোয়। একটি ট্যুইট করে সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, 'প্রকৃত সত্যকে বিকৃত করা মুম্বইয়ের ফিল্ম নির্মাতাদের বদ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আসলে ঠিক কী সেবিষয়ে আমি শিক্ষা দিতে চাই। আমি আমার সহযোগী সত্য সবরওয়ালের সাহায্যে অক্ষয় কুমার (ভাটিয়া) এবং আরও ৮ জনের কাছে আইনি চিঠি পাঠিয়েছি।' 



সংবাদ সংস্থা ANI-সূত্রে খবর,  সত্য সবরওয়াল তাঁর আইনি চিঠিতে বলেছেন,  '২০০৭ সালে আমার মক্কেল, রাম সেতুর সংরক্ষণ ও সুরক্ষার জন্য সুপ্রিম কোর্টের সামনে সফলভাবে যুক্তি তুলে ধরেছিলেন এবং ভারত সরকারের সেতুসমুদ্রম শিপ চ্যানেল প্রকল্পের বিরোধিতা করেছিলেন যা রাম সেতু (হিন্দুদের দ্বারা পবিত্র বলে অধিষ্ঠিত) ভেঙ্গে দেওয়ার কল্পনা করেছিল। ৩১ অগাস্ট, ২০০৭, সুপ্রিম কোর্ট রাম সেতু ভেঙে ফেলার বা সেটার কোনও ক্ষতি করার যে কোনও পরিকল্পনা, তার বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়ে সন্তুষ্ট করেছিল। বিশ্বাস এবং উপসানাই ছিল এটার ভিত্তি যা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক।'


আইনি চিঠিতে আরও বলা হয়েছে, আমার মক্কেল জানতে পেরেছেন যে, রাম সেতু নামে একটি সিনেমা তৈরি হয়েছে এবং সেটি ২৪ আগস্ট মুক্তি পেতে চলেছে। একদিকে রামসেতু রক্ষা নিয়ে আদালতে মামলা চলেছে, তারই মধ্যে পূর্ববর্তী সরকারের রাম সেতু ধ্বংস করার যে প্রকল্প সেটিই আবার ছবিতে চিত্রায়িত করা হয়েছে। আমার মক্কেল আদালতের কাছে আবেদন করেছেন, মূল তথ্যের ভিত্তিতে সঠি বিষয়টিই ছবিতে চিত্রায়িত করা হোক।'


'রাম সেতু' ছবির পরিচালনা করেছেন অভিষেক শর্মা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা ও সত্য দেব। ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন একজন আর্কিওলজিস্ট। যিনি 'রামসেতু' আসলে কী তা নিয়েই তদন্ত শুরু করেন। আদৌ কি রাম সেতু বলে কিছু ছিল নাকি পুরোটাই পৌরাণিক। রাম সেতু নিয়ে প্রশ্ন তুলেই সুব্রহ্মণ্যম স্বামীর রোষের মুখে পড়েছেন অক্ষয় কুমার। বরাবরই অক্ষয়কে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের গুডবুকেই দেখা যায়, তবে এবার বিজেপি নেতার-ই রোষের মুখে পড়েছেন অক্কি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)