নিজস্ব প্রতিবেদন : গোটা দেশে লকডাউন, গাড়ির চালকও ছুটিতে। এই পরিস্থিতিতে নিজেই গাড়ি চালিয়ে স্ত্রী টুইঙ্কল খান্নাকে নিয়ে হাসপাতালে ছুটলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এমনই একটি ভিডিয়ো ঘিরে উদ্বিগ্ন ভক্তরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী হয়েছে টুইঙ্কল খান্নার?


দেশজুড়ে করোনার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে কেউ হাসপাতালে যাচ্ছে শুনলে চিন্তা হয় বৈকি। তবে তাঁর ঠিক কী হয়েছে তা ভিডিয়োতে খোলসা করেছেন টুইঙ্কল নিজেই। পা ভেঙে গিয়েছে প্রাক্তন অভিনেত্রী, লেখিকা তথা অক্ষয়পত্নী টুইঙ্কল খান্নার। ভিডিয়োতে টুইঙ্কেল বলেছেন, ''রবিবার সকালে রাস্তা এক্কেবারেই ফাঁকা, তার উপর লকডাউনও রয়েছে। আমার গাড়ির চালক হল আমার স্বামী অক্ষয়। ও নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। চাঁদনিচকের হাসপাতাল থেকে ফিরছি।, না আমার করোনা হয়নি। পা ভেঙেছে।''


আরও পড়ুন- লকডাউনে এবার দূরদর্শনে ফিরছে ছোটবেলার প্রিয় 'শক্তিমান'



আরও পড়ুন-লকডাউনে বন্ধ কাজ, ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন সলমন


প্রসঙ্গত দেশজুড়ে চলা করোনা পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিয়েছেন অক্ষয় কুমার। এই টাকা তিনি তাঁর সঞ্চয় থেকেই দিয়েছেন বলে জানিয়েছেন আক্কি। এদিকে স্বামী অক্ষয়ের এমন পদক্ষেপে তিনি গর্ব বোধ করছেন বলেই টুইট করেছেন টুইঙ্কল।