Akshay Kumar,  জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বচ্চন পান্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'রক্ষা বন্ধন'-এর মতো একের পর এক ছবির মুক্তি। অথচ অক্ষয় কুমারের এই সবকটি ছবিই বক্স অফিসে চূড়ান্ত বিফল। যদিও অক্ষয়ের আগামী ছবি 'কাটপুতুলি' মুক্তি পাচ্ছে OTT-তে। শনিবার এখবর সামনে আসার পরই তীব্র ট্রোলের মুখে আক্কি। শনিবার মুক্তি পেয়েছে 'কাটপুতুলি'র ট্রেলার। যেটি কিনা ২ সেপ্টেম্বর ডিজনি + হটস্টারে মুক্তি পাবে। এরপরেই নেট নাগরিকদের কটাক্ষ 'আবারও একটি ছবি, একটু তো থামুন...' কারোর কথায়, 'অক্ষয় স্যারের উচিত এবার OTT-তেই ছবি রিলিজ করা।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবছর (২০২২) ১৮মার্চ মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ছবি 'বচ্চন পান্ডে'। বক্স অফিস রিপোর্ট বলছে কৃতি শ্যানন ও অক্ষয়ের এই ছবি বক্স অফিসে চূড়ান্ত বিফল। সূত্রের খবর, ১৬৫ কোটির এই ছবি নাকি মাত্র ৪৯.৮৮ কোটি টাকা আয় করেছে। ৩ জুন মুক্তি পায় আক্কির 'সম্রাট পৃথ্বীরাজ'। ২০০ কোটি টাকার এই ছবি নাকি মাত্র ৪৮ কোটির ব্য়বসা করে। এরপর সাম্প্রতিক মুক্তি পাওয়া (১১ অগস্ট) ৭০ কোটির 'রক্ষা বন্ধন'ও নাকি বক্স অফিসে বিশেষ ব্য়বসা করতে পারেনি। 'রক্ষা বন্ধন'-এর বিফল হওয়ার খবরের মধ্য়েই শনিবার সামনে এসেছে 'কাটপুতুলি'র ট্রেলার। যেটি কিনা  ২ সেপ্টেম্বর ডিজনি + হটস্টারে মুক্তি পাচ্ছে বলে জানানো হয়েছে। আর  'কাটপুতুলি'র মুক্তির কথা জানার পরই অক্ষয়কে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। কেউ লেখেন, 'আবারও একটা নতুন ছবি! পয়সাই পয়সা'। কেউ লিখেছেন, 'তু ফির সে আ গয়া বাবা',' কারোর কথায়, 'অক্ষয় স্যারের উচিত এবার OTT-তেই ছবি রিলিজ করা।' কেউ সরাসরি বলে বসেছেন,  'আবারও একটি ছবি, একটু তো থামুন...'




প্রসঙ্গত, 'কাটপুতুলি'র ট্রেলারে দেখা যাচ্ছে, হিমাচল প্রদেশের কসৌলিতে ঘটে যাওয়া একের পর এক খুন। তবে 'সিরিয়াল কিলার'কে ধরতে নাজেহাল পুলিস। তদন্তের ভার পড়েছে পুলিস আধিকারিক অক্ষয় কুমারের উপর। অক্ষয় কুমার ছাড়াও 'কাটপুতুলি'তে অভিনয় করেছেন সর্গুন মেহতা, চন্দ্রচূড় সিং, গুরপ্রীত গুগী। 'কাটপুতুলি'র প্রযোজনা করেছে জ্যাকি ভগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্ট। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)