Deadliest Winter Storms: বীভৎস! হাড়হিম ঠান্ডা! মরণশীতল হাওয়ার ছোঁয়ায় মরণঘুমেই সকলে...

Winter Storms: বিপর্যয়ের মাপকাঠির নিরিখে এটি বিশ্বের অন্যতম। ভয়ংকর শীত পড়লেই তাই আতঙ্কে শিরদাঁড়া দিয়ে বয় ঠান্ডা স্রোত।

| Dec 28, 2024, 16:14 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের ইতিহাসে ভয়ানক প্রাকৃতিক দুর্ঘটনা তো কম ঘটেনি। তবে গত বছর এই সময়ে যা ঘটেছিল, তা ভাবলে আজও অনেকে শিউরে ওঠেন। এখনও কোথাও ভয়ংকর শীত পড়লেই আতঙ্কে সেখানকার অধিবাসীদের শিরদাঁড়া দিয়ে বয় হিমঠান্ডা স্রোত!

1/6

ভয়ংকর!

বহু মানুষ মারা গিয়েছিলেন। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। সব মিলিয়ে এক ব্যাপক বিপর্যয়। 

2/6

মরণশীতল!

প্রায় নতুন বছর শুরুর মুখেই ভয়ংকরতম প্রাকৃতিক বিপর্যয়। নদী ও সমুদ্র থেকে বয়ে আসা ভয়ংকর ঠান্ডা হাওয়াই ঘটিয়েছে এই বিপর্যয়-- এমনই পর্যবেক্ষণ।

3/6

বরফঝড়

প্রচন্ড ঠান্ডা মানে, কনকনে হাওয়া সঙ্গে বরফঝড়।

4/6

মর্মান্তিক

কত মানুষ যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন! গাড়ি থেকে নামতে গিয়ে অ্যাকটিভ ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে পড়ে গিয়ে মর্মান্তিক পরিণতি!

5/6

কত মৃত্যু?

সব মিলিয়ে কত মৃত্যু? অন্ততপক্ষে ৪৩ জন!

6/6

আতঙ্কিত

কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন'টি স্টেট মিলিয়ে মোট ৪৩ জনের মৃত্যু। এটা অবশ্য এ বছরের জানুয়ারির ঘটনা। আর এক সপ্তাহ পরেই নতুন বছর, জানুয়ারি মাস। এদিকে সারা বিশ্বে এবারও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ফলে, জানুয়ারির আগেই আতঙ্কে কেঁপে উঠছেন মানুষজন।