আলিয়া ভাটের সবচেয়ে উত্তেজক ছবি নিয়ে আসছে ম্যাগাজিন
একেবারে পারদ চড়িয়ে দিলেন আলিয়া ভাট। এক নামী ম্যাগাজিনে মার্চ এডিশনের জন্য আলিয়া যে ফোটোশ্যুট করলেন তাতে সাহসের মাত্রাটা আরও একধাপ তুলে দিলেন আলিয়া। বাকিদের থেকে আলিয়া খোলামেলা পোশাকে একটু কমই দেখা যায়। শাহিদ কাপুরের সঙ্গে শানদার সিনেমায় আলিয়াকে বিকিনতে দেখা গিয়েছিল। তবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এই ফোটোশ্যুট সব কিছুকে ছাপিয়ে গেল। সিদ্ধার্থ-আলিয়া এখন ব্যস্ত `কাপুর অ্যান্ড সনস` সিনেমার কাজে। ১৮ মার্চ এই সিনেমা মুক্তি পাবে।
ওয়েব ডেস্ক: একেবারে পারদ চড়িয়ে দিলেন আলিয়া ভাট। এক নামী ম্যাগাজিনে মার্চ এডিশনের জন্য আলিয়া যে ফোটোশ্যুট করলেন তাতে সাহসের মাত্রাটা আরও একধাপ তুলে দিলেন আলিয়া। বাকিদের থেকে আলিয়া খোলামেলা পোশাকে একটু কমই দেখা যায়। শাহিদ কাপুরের সঙ্গে শানদার সিনেমায় আলিয়াকে বিকিনতে দেখা গিয়েছিল। তবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এই ফোটোশ্যুট সব কিছুকে ছাপিয়ে গেল। সিদ্ধার্থ-আলিয়া এখন ব্যস্ত 'কাপুর অ্যান্ড সনস' সিনেমার কাজে। ১৮ মার্চ এই সিনেমা মুক্তি পাবে।
এই ফোটোশ্যুটের যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেটিতেও আলিয়াকে খোলামেলা পোশাকে দেখা গিয়েছে। দেখুন সেই ভিডিও