নিজস্ব প্রতিবেদন: আলিয়া ভাটের অভিনয় নিয়ে সকলেই কমবেশি প্রশংসায় পঞ্চমুখ। তবে অভিনয়ের পাশাপাশি গানটাও মন্দ করেন না আলিয়া। এর আগে 'হামটি শর্মা কি দুলহনিয়া' ছবিতে 'ম্যায় তেনু সমজা কি' মন কেড়েছিল আলিয়ার গাওয়া গান। পরবর্তীকালে 'উড়তা পঞ্জাব' ছবিতে 'এক কুড়ী জিদা নাম মহম্বত' গানটি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে গেয়েছিলেন আলিয়া। তাঁর গাওয়া সেই গানটিও সকলের প্রশংসা কুড়িয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, ফের একবার আলিয়ার গলায় শোনা গেল 'এক কুড়ী জিদা নাম মহম্বত' গানটি। আর এবার অভিনেত্রী এই গানটি গেয়েছেন তাঁর এক ক্ষুদে ভক্তের জন্য। বেশ কিছুদিন আগে আলিয়া হাজির হয়েছিলেন 'সুপার ডান্সার- থ্রি' রিয়েলিটি শোয়ে। সেখানে ছোট্ট এক শিশুর মুখে হাসি ফোটানোর জন্য গানটি গেয়েছিলেন আলিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।


আরও পড়ুন-করণের পার্টিতে আলিয়াকে বিজয় দেবারাকোন্ডার ছবি তুলতে বাধা অভিষেক, অর্জুনের




আরও পড়ুন-গুড নিউজ! ২৭ ডিসেম্বর একইসঙ্গে মা হচ্ছেন কিয়ারা-করিনা


মহেশ ভাট কন্যার গলায় এই গান শুনে শোয়ে উপস্থিত সকলেই কমবেশি মুগ্ধ। মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও।



প্রসঙ্গত খুব শীঘ্রই আলিয়াকে দেখা যাবে করণ জোহর প্রযোজনা সংস্থার ছবি 'ব্রহ্মাস্ত্র'তে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে প্রথমবার দেখা যাবে তাঁকে। পাশাপাশি সঞ্জয়লীলা বনশালির ছবিতেও দেখা যেতে চলেছে আলিয়াকে। তবে ফের কোন ছবিতে আবারও তাঁকে গায়িকার ভূমিকায় দেখা যাবে কিনা, তা অবশ্য আলিয়াই বলতে পারবেন।