নিজস্ব প্রতিবেদন: প্রথমবার ইনস্টাগ্রামে রিল পোস্ট করেছেন আলিয়া ভাট। আর্ন্তজাতিক যোগ দিবসে ইনস্টা রিল শেয়ার করেছেন হাইওয়ে অভিনেতা। রিলে যোগব্যয়াম করছিলেন আলিয়া, তারমধ্যে হঠাতই ফ্রেমে হাজির এডওয়ার্ড। ব্যস, সঙ্গে সঙ্গে সমস্ত লাইমলাইট চলে যায় আলিয়ার পোষ্যর দিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রায়শই নিজের বেড়াল এডওয়ার্ডের ছবি পোস্ট করেন আলিয়া। তবে তাঁর প্রথম ইনস্টারিলেও যে সে সঙ্গী হয়ে যাবে এ কেই বা জানত! গোলাপী রঙের ক্রপ টপ ও কালো জেগিংস করে বিভিন্ন যোগাআসন করে চলেছেন আলিয়া। 



আরও পড়ুন, ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপড়েন ও বিতর্কের মাঝেই কর্মব্যস্ত Kanchan Mullick


আলিয়ার পোস্টে কমেন্ট করেছেন বয়ফ্রেন্ড রণবীর কাপুরের মা নীতু কাপুর ও দিদি ঋদ্ধিমা কাপুর। সম্প্রতি লকডাউন খোলার পর সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি ছবির শুটিং শুরু হয়েছে। ছবিতে আলিয়া ভাট রয়েছে রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, নার্গাজুনা এবং মৌনী রায়।